মোহাম্মদ মনিরুজ্জামান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
একই ব্যক্তির নামে দুটি নিবন্ধ, মনিরুজ্জামান মিঞা নামে বেশি পরিচিত
১ নং লাইন:
#REDIRECT [[মনিরুজ্জামান মিঞা]]
'''মোহাম্মদ মনিরুজ্জামান''' (১৯৩৬-২০০৮) একজন বাঙালী কবি, গীতিকার ও গবেষক। ঋজু বক্তব্য, ছন্দ সচেতনতা ও গীতিময়তা তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। তিনি দেশ ও কাল সচেতন কবি।
 
== প্রাথমিক জীবন ও শিক্ষা ==
মনিরুজ্জামান ১৯৩৬ সালের ১৫ আগস্ট [[যশোর]] শহরের খড়কী পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ শাহাদাত আলী, মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য
বি.এ.অনার্স ([[১৯৫৮]]) এবং এম.এ. ([[১৯৫৯]]) উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। [[১৯৬৯]] সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। <ref>{{cite book|url=http://www.banglapedia.org/HT/M_0387.htm|title=Mohammad Moniruzzaman - Banglapedia|accessdate=2014-11-08}}</ref>
 
==কর্মজীবন==
১৯৫৯ সালে মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম ফেলো হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে লেকচারার পদে নিয়োগ লাভ করেন ও ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৭৮-৮১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যলয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।
 
== সাহিত্যকর্ম==
 
=== গ্রন্থসমূহ ===
মোহাম্মদ মনিরুজ্জামান কাব্যসংগ্রহ, কোলাহলের পর, ধীর প্রবাহ, ভাষাময় প্রজাপতি;
 
=== অনুবাদ ===
এমেলি ডিকিসনের কবিতা,অশান্ত অশোক;
 
=== গবেষনাগ্রন্থ ===
আধুনিক বাংলা কাব্যে হিন্দু-মুসলমান সম্পর্ক,আধুনিক বাংলা সাহিত্য,বাংলা কবিতার ছন্দ,আধুনিক কাহিনীকাব্যে মুসলিম জীবন ও চিত্র,বাংলা
সাহিত্যে উচ্চতর গবেষণা,সাময়িক পত্রে সাহিত্য চিন্তাঃ সওগাত, আধুনিক বাংলা কবিতাঃ প্রাসঙ্গিকতা ও পরিপ্রেক্ষিত,রবীন্দ্রচেতনা,মধূসুদন ইত্যাদি।
 
==তথ্যসূত্র==
{{Reflist}}
 
{{অসম্পূর্ণ}}
 
[[বিষয়শ্রেণী:বাঙালি কবি]]