শার্লক হোমস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
সম্পাদনা সারাংশ নেই
২৯ নং লাইন:
'''শার্লক হোমস''' ([[ইংরেজি]]: '''Sherlock Holmes''', ({{pron-en|ˈʃɜrlɒk ˈhoʊmz}})) ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৮৮৭ সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার [[আর্থার কোনান ডয়েল]]। হোমস একজন উচ্চমেধাসম্পন্ন লন্ডন-ভিত্তিক "পরামর্শদাতা গোয়েন্দা"। তিনি তাঁর নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং [[ফরেনসিক বিজ্ঞান|ফরেনসিক বিজ্ঞানে]] দক্ষতাবলে জটিল আইনি মামলার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তাঁর খ্যাতি ভুবনজোড়া।
 
কোনান ডয়েল হোমসকে নিয়ে চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোটোগল্প লিখেছেন। প্রথম কাহিনি ''[[আ স্টাডি ইন স্কারলেট]]'' ১৮৮৭ সালের ''[[বিটন’স ক্রিসমাস অ্যানাল]]'' পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাহিনী ''[[দ্য সাইন অফ দ্য ফোর|দ্য সাইন অব দি ফোর]]'' ১৮৯০ সালে ''[[লিপিনকোট’স মান্থলি ম্যাগাজিন]]'' পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৯১ সালে ''[[স্ট্র্যান্ড ম্যাগাজিন|দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন]]'' পত্রিকায় প্রথম ছোটোগল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯২৭ সাল পর্যন্ত হোমসকে নিয়ে একগুচ্ছ ছোটোগল্পের সিরিজ ও আরও দুটি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। হোমস কাহিনির পটভূমির সময়কাল ১৮৮০ থেকে ১৯০৭ সাল; শেষ ঘটনাটির সময়কাল অবশ্য ১৯১৪।
 
চারটি বাদে সব কটি কাহিনীই হোমসের বন্ধু তথা জীবনীকার [[জন ওয়াটসন (শার্লক হোমস)|ডা. জন ওয়াটসনের]] জবানিতে লেখা। দুটি গল্প ("[[দি অ্যাডভেঞ্চার অফ দ্য ব্লাঞ্চেড সোলজার্স|দ্য ব্লাঞ্চেড সোলজার্স]]" ও "[[দ্য লায়ন’স মেন]]" হোমসের নিজের জবানিতে এবং অন্য দুটি গল্প "[[দ্য ম্যাজারিন স্টোন]]" ও "[[হিজ লাস্ট বো (গল্প)|হিজ লাস্ট বো]]") তৃতীয় পুরুষে লেখা। দুটি গল্প আবার ("[[দ্য মাসগ্রেভ রিচুয়াল]]" ও "[[দি অ্যাডভেঞ্চার অফ দ্য গ্লোরিয়া স্কট|দ্য "গ্লোরিয়া স্কট"]]") হোমস ওয়াটসনকে নিজের স্মৃতি থেকে শুনিয়েছেন, এবং ওয়াটসন সেখানে কাহিনির কাঠামোটিই মাত্র বর্ণনা করেছেন। প্রথম উপন্যাস ''[[আ স্টাডি ইন স্কারলেট]]''-এর মধ্যবর্তী অংশে হোমস ও ওয়াটসনের অজ্ঞাত ঘটনার দীর্ঘ বর্ণনা করা হয়েছে এক সর্বজ্ঞ বর্ণনাকারীর জবানিতে।
৪৩ নং লাইন:
=== উপন্যাস ===
* [[আ স্টাডি ইন স্কারলেট]] (রক্ত সমীক্ষা)
* [[দ্য সাইন অবঅফ দ্য ফোর|দ্য সাইন অব দি ফোর]](চিহ্ন চতুষ্টয়)
* দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস্‌ (বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর)
* দ্য ভ্যালি অব ফিয়ার (আতংকের উপত্যকা)