ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা তৈরি করা হলো
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়''' (বিশ শতক) ছিলেন [[ভারতীয় উপমহাদেশ|ভারতীয় উপমহাদেশের]] [[ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন|ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের]] একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি [[সারা ভারত ফরওয়ার্ড ব্লক|ফরোয়ার্ড ব্লক]]পন্থী রাজনৈতিক নেতা এবং পশ্চিমবঙ্গের রাজ্য সভার সদস্য ছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক ধারার বিবর্তনের উপর কতিপয় মূল্যবান গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পটভূমিতে রচিত গ্রন্থ হচ্ছে ''যে পতাকা মাটিতে নামেনি'' এবং ''ভারতীয় রাজনীতির রূপরেখা''।<ref name="দরজি" >দরজি আবদুল ওয়াহাব, ''ময়মনসিংহের চরিতাভিধান'', ময়মনসিংহ জেলা দ্বিশতবার্ষিকী উদযাপন কর্তৃপক্ষ, ময়মনসিংহ, বাংলাদেশ, এপ্রিল ১৯৮৯, পৃষ্ঠা ৩৬৩।</ref> তিনি অল্প বয়সেই বিপ্লবী 'বেঙ্গল ভলান্টিয়ার্স' দলের সভ্য হন এবং সেই দলের বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠেন। ১৯৩০ সনেসনের গ্রীষ্মকালে বিপ্লবী [[বিনয় বসু|বিনয়কৃষ্ণ বসু]] তাঁর সঙ্গে সাক্ষাত করেন এবং তিনি বিনয় বসুকে ব্রিটিশবিরোধী সশস্ত্র রাজনীতিতে দীক্ষা দেন।<ref>{{cite web | url=http://archive.samakal.net/print_edition/details.php?news=26&view=archiev&y=2009&m=12&d=13&action=main&menu_type=&option=single&news_id=33541&pub_no=186&type= | title=মাতৃভূমির জন্য বিনয়কৃষ্ণ বসু | publisher=http://archive.samakal.net | accessdate=১২ অক্টোবর, ২০১৫}}</ref>
 
==তথ্যসূত্র==