জ্যাক ব্ল্যাকহাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
৯৭ নং লাইন:
| best bowling4 =
| catches/stumpings4 =
| date = ২৮ আগস্টঅক্টোবর
| year = ২০১৫
| source =http://www.cricketarchive.com/Archive/Players/0/3/3.html ক্রিকেটআর্কাইভ
১০৫ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
মেলবোর্নের উপকণ্ঠে ফিটজরয় নর্থে সংবাদ প্রতিনিধি ‘ফ্রেডেরিক কেন ব্ল্যাকহাম’ ও ‘লুসিন্ডা’ দম্পতির সন্তান ছিলেন তিনি। ব্যাংকে কেরাণীর চাকুরী করেছেন তিনি। [[Colonial Bank of Australasia|অস্ট্রালেশিয়া কলোনিয়াল ব্যাংকে]] অনেক বছর এ পদে নিয়োজিত ছিলেন।<ref name=ADB>{{cite web |url=http://www.adb.online.anu.edu.au/biogs/A030167b.htm |title=Blackham, John McCarthy (1854 - 1932) |accessdate=2008-02-12 |author=G. P. Walsh |work=[[Australian Dictionary of Biography]], Volume 3 |publisher=[[Melbourne University Press|MUP]] |year=1969 |page=176}}</ref> বলা হয়ে থাকে যে, তিনি তাঁর ঘণঘন ও কালো দাড়ির জন্য গ্রাহকদের কাছে সমতা ও বিশ্বস্ততার পরিচয়সূচক হিসেবে পরিচিতি পান।
 
ষোল বছর বয়সে কার্লটন ক্রিকেট ক্লাবে ব্যাটসম্যান হিসেবে প্রথম একাদশে অন্তর্ভূক্ত হন। ১৮৭৪ সালে ভিক্টোরিয়া দলে প্রথম অংশ নেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে বিশ বছরের অধিককাল দলে অবস্থান করেন। প্রথমদিককার অন্যতম উইকেট-কিপার হিসেবে গ্লাভস পরিধান করে স্ট্যাম্পের খুব কাছে অবস্থান নিতেন তিনি। এমনকি [[ফাস্ট বোলিং|ফাস্ট বোলিংয়ের]] ক্ষেত্রেও তিনি উইকেটের কাছে থাকতেন।
১১২ নং লাইন:
ইংল্যান্ড সফরে প্রথম আটটি অস্ট্রেলীয় ক্রিকেট দলের অন্যতম সদস্যের মর্যাদা পান। মার্চ, ১৮৭৭ সালে [[মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড|মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে]] অনুষ্ঠিত খেলায় [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] বিপক্ষে প্রথম [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] তাঁর অভিষেক ঘটে। এরপর ১৮৮২ সালে খ্যাতনামা [[দি অ্যাশেজ|অ্যাশেজ টেস্টে]] অংশ নেন তিনি। উইকেট-রক্ষণে তিনি শিল্পশৈলীর পরিচয় দিয়ে বিপ্লব আনেন ও ‘উইকেট-কিপারদের রাজপুত্র’ শিরোনামে আখ্যায়িত হন। খেলোয়াড়ী জীবনের শেষদিকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান।
 
১৮৭৬-৭৭ মৌসুমে মেলবোর্নে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টে খেলার জন্য তিনি মনোনীত হন।<ref name="Beard"/> অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বোলার [[ফ্রেড স্পফোর্থ]] [[New South Wales cricket team|নিউ সাউথ ওয়েলসের]] দলীয় সঙ্গী [[বিলি মারডক|বিলি মারডকের]] পরিবর্তে তাঁকে খেলতে নামানোয় মনঃক্ষুণ্ন হন ও খেলতে অস্বীকৃতি জানান। ঐ টেস্টে তিনি তিনটি ক্যাচ নেন ও প্রথম স্ট্যাম্পিং করেন। দ্বিতীয় ইনিংসে [[Alfredআলফ্রেড Shaw|আলফ্রেড শয়ের]] [[অফ ব্রেক]] বলে [[Tom Kendall|টম কেন্ডলকে]] প্রথমবারের মতো স্ট্যাম্পিং করে এ কৃতিত্ব অর্জন করেন।<ref name="Beard">{{cite book |title=Ask Bearders |last=Frindall |first=Bill |authorlink=Bill Frindall |coauthors= |year=2009 |publisher=[[BBC Books]]|location= |isbn=978-1-84607-880-4 |page=191|pages= |url= |accessdate=15 June 2011}}</ref>
 
দলীয় সঙ্গীগণ তাঁকে ‘প্রিন্স অব উইকেট-কিপার্স’ বা ‘উইকেট-রক্ষকদের রাজপুত্র’ নামে আখ্যায়িত করতেন। ১৮৭৭ থেকে ১৮৯৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার নিয়মিত উইকেট-কিপার ছিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ব্ল্যাকহাম নীচের সারির কার্যকরী ভূমিকা রেখেছেন। চল্লিশ বছর বয়সে [[সিডনি ক্রিকেট গ্রাউন্ড|সিডনি ক্রিকেট গ্রাউন্ডে]] অ্যান্ড্রু স্টডার্টের ইংরেজ দলের বিপক্ষে সর্বশেষ [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশ নেন।