পশ্চিমবঙ্গ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
117.201.98.194 (আলাপ)-এর সম্পাদিত 1875341 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
Zulmat Alam (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
৭১ নং লাইন:
| footnotes = {{note|leg|*}} ২৯৪টি নির্বাচিত, ১টি মনোনীত
}}
'''পশ্চিমবঙ্গ''' হল [[পূর্ব ভারত|পূর্ব]] [[ভারত|ভারতের]] একটি [[ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল|রাজ্য]]। পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯ কোটি ১০ লক্ষ।<ref name="Population: India at a glance">{{cite web|url=http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gadm&lng=en&des=wg&geo=-104&srt=npan&col=abcdefghinoq&msz=1500&va=x|title=India: Administrative Divisions (population and area)|publisher=Census of India|accessdate=2009-04-17|archiveurl=http://archive.is/FFLe|archivedate=2012-12-17}}</ref> এটি ভারতের [[জনসংখ্যা অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল|৪র্থ]] সর্বাধিক জনবহুল রাজ্য এবং বিশ্বের বিশ্বেরভারতের সপ্তম বৃহত্তম অঙ্গরাজ্য।<ref name="Population: India at a glance"/> পশ্চিমবঙ্গের আয়তন {{convert|34267|sqmi|km2|abbr=on}}। এই রাজ্যের উত্তরে ভারতের [[সিক্কিম]] রাজ্য, উত্তর-পূর্বে [[ভুটান]] রাষ্ট্রের [[ভুটানের জেলা|পশ্চিমাঞ্চল]] ও [[ভুটানের জেলা|মধ্যাঞ্চল]], উত্তর-পশ্চিমে [[নেপাল]] রাষ্ট্রের [[পূর্বাঞ্চল বিকাস ক্ষেত্র, নেপাল|পূর্বাঞ্চল]]; পূর্ব দিকে ভারতের [[অসম]] রাজ্য এবং [[বাংলাদেশ]] রাষ্ট্রের [[রংপুর বিভাগ|রংপুর]], [[রাজশাহী বিভাগ|রাজশাহী]] ও [[খুলনা বিভাগ]]; পশ্চিমে ভারতের [[বিহার]], [[ঝাড়খণ্ড]] ও [[ওড়িশা]] রাজ্য এবং দক্ষিণে [[বঙ্গোপসাগর]] অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজধানী [[কলকাতা]]।উত্তরের [[হিমালয়]] পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত কয়েকটি অঞ্চলকে বাদ দিলে এ রাজ্যের অধিকাংশ এলাকাই [[গাঙ্গেয় সমভূমি]] অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতের [[ত্রিপুরা]] রাজ্য এবং অসমের [[বরাক উপত্যকা]] বাঙালি জাতি অধ্যুষিত [[বঙ্গ]] অঞ্চলের অন্তর্গত।
 
প্রাচীন বঙ্গদেশ একাধিক প্রধান [[জনপদ|জনপদে]] (রাজ্য) বিভক্ত ছিল। অধুনা ‘পশ্চিমবঙ্গ’ নামে পরিচিত অঞ্চলটি প্রাচীনকালে [[বঙ্গ]], [[রাঢ়]], [[পুণ্ড্র]] ও [[সুহ্ম]] জনপদের অন্তর্গত ছিল। পরবর্তীকালে এই অঞ্চল [[মৌর্য সাম্রাজ্য]] (খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী) ও [[গুপ্ত সাম্রাজ্য]] (খ্রিস্টীয় ৪র্থ শতাব্দী) – এই দুই বৃহদায়তন সাম্রাজ্য এবং অপেক্ষাকৃত ক্ষুদ্রায়তন আঞ্চলিক [[পাল সাম্রাজ্য]] (খ্রিস্টীয় ৮ম-১১শ শতাব্দী) এবং [[সেন রাজবংশ|সেন সাম্রাজ্যের]] (খ্রিস্টীয় ১১শ-১২শ শতাব্দী) অন্তর্ভুক্ত হয়। খ্রিস্টীয় ১৩শ শতাব্দী থেকে ১৮শ শতাব্দী পর্যন্ত এই অঞ্চল শাসিত হয় [[বাংলা সালতানাত]], হিন্দু রাজন্যবর্গ ও [[বারো ভুঁইয়া]] নামে পরিচিত জমিদারবর্গের দ্বারা। এরপর বাংলা তথা ভারতে [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ শাসনের]] সূচনা ঘটে। ১৭৫৭ সালে [[পলাশীর যুদ্ধ|পলাশীর যুদ্ধের]] পর [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] বাংলা সহ ভারতের বিস্তীর্ণ অংশের শাসন কর্তৃত্ব নিজের হাতে তুলে নেয়। এরপর ১৯১১ সাল পর্যন্ত কলকাতা [[ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ|ব্রিটিশ ভারতের]] রাজধানী ছিল। ব্রিটিশ শাসনের ফলশ্রুতিতে ভারতে প্রাতিষ্ঠানিকভাবে পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞানচেতনার প্রসার ঘটলে কলকাতাকে কেন্দ্র করে হিন্দু বাঙালি সমাজে এক ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের শুরু হয়। বাংলার ইতিহাসে এই আন্দোলন ‘[[বাংলার নবজাগরণ]]’ নামে পরিচিত। ২০শ শতাব্দীর প্রথম ভাগে কলকাতা সহ পশ্চিমবঙ্গ ভূখণ্ড ছিল [[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতের স্বাধীনতা আন্দোলনের]] অন্যতম কেন্দ্র। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা অর্জনের সময় ধর্মের ভিত্তিতে [[বঙ্গভঙ্গ (১৯৪৭)|বাংলা বিভাজিত]] হয়। হিন্দুপ্রধান পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্যে পরিণত হয়। অন্যদিকে মুসলমান-প্রধান [[পূর্ববঙ্গ]] নবগঠিত [[পাকিস্তান]] রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। বিংশ শতাব্দীর শেষার্ধ্বে পশ্চিমবঙ্গে বামপন্থী মতবাদ ও আন্দোলন প্রসার লাভ করে।<ref name="Wsws.org">{{cite web | title= Why India’s Stalinists oppose the US nuclear deal | url= http://www.wsws.org/articles/2008/jul2008/indi-j15.shtml | publisher = WSWS | format = aspx | accessdate= March 27, 2010 }}</ref><ref name="dnaindia.com">{{cite web | title= Fresh gunfight between police, Naxals in West Bengal | url= http://www.dnaindia.com/india/report_fresh-gunfight-between-police-naxals-in-west-bengal_1364127 | publisher = DNA | format = aspx | accessdate= March 27, 2010 }}</ref><ref name="economist.com">{{cite web | title= A slaughter reveals the inadequacy of India’s counterinsurgency effort | url= http://www.economist.com/world/asia/displaystory.cfm?story_id=15869400 | publisher = The Economist | format = aspx | accessdate= Apr 8th 2010 }}</ref><ref name="SUHRIDSANKARCHATTOPADHYAY">{{cite web|url=http://www.hindu.com/fline/fl2323/stories/20061201002503300.htm|title=While the debate goes on whether trade unions must be allowed in the IT sector, the CITU forms one in West Bengal|publisher=FrontLine|accessdate=Dec. 01, 2006}}</ref><ref name="thestatesman.net">{{cite web|url=http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=325041&catid=51|title=Waking up too late|publisher=The Statesman|accessdate=11 April 2010}}</ref> ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ শাসন করে কমিউনিস্ট [[বামফ্রন্ট]] সরকার। ২০১১ সালের নির্বাচনে বামফ্রন্টকে পরাজিত করে দক্ষিণপন্থী দল [[তৃণমূল কংগ্রেস]] সরকার গঠন করেছে।