ট্রান্স-অ্যান্টার্কটিক পর্বতমালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২২ নং লাইন:
আন্তকুমেরু পর্বতমালা [[Ross Sea|রস সাগর]] হতে [[Weddell Sea|ওয়েডেল সাগর]] পর্যন্ত সম্পূর্ণ কুমেরু মহাদেশের মধ্যভাগ দিয়ে বিস্তৃত, তাই এর এরূপ নামকরণ করা হয়েছে। প্রায় ৩৫০০ কিমি দৈর্ঘ্য এবং ১০০-৩০০ কিমি প্রস্থ বিশিষ্ট এই পর্বতমালাটি পৃথিবীর অন্যতম দীর্ঘতম পর্বতমালা। এটি [[East Antarctica|পূর্ব কুমেরুকে]] [[West Antarctica|পশ্চিম কুমেরু]] হতে বিচ্ছিন্ন করেছে। পর্বতমালার [[Eastern Hemisphere|পূর্ব গোলার্ধস্থিত]] অংশে [[East Antarctic Ice Sheet|পূর্ব কুমেরু হিম আচ্ছাদন]] এর সমগ্র দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। অপরপক্ষে, পর্বতমালার [[Western Hemisphere|পশ্চিম গোলার্ধস্থিত]] অংশ ভিক্টোরিয়া ল্যান্ডের অ্যাডার অন্তরীপে [[Ross Sea|রস সাগর]] দ্বারা, [[McMurdo Sound|ম্যাকমার্ডো প্রণালী]] হতে [[Scott Glacier (Transantarctic Mountains)|স্কট হিমবাহ]] পর্যন্ত [[Ross Ice Shelf|রস হিম স্তূপ]] দ্বারা, এবং বাকিটুকু [[West Antarctic Ice Sheet|পশ্চিম কুমেরু হিম আচ্ছাদন]] দ্বারা বেষ্টিত।
আন্তকুমেরু পর্বতমালার চূড়াগুলো এবং শুষ্ক উপত্যকাগুলো বরফাচ্ছাদিত নয়, যা কুমেরু মহাদেশে দুর্লভ। শীর্ষ চূড়াগুলো সমুদ্রসীমার চেয়ে {{convert|4500|m|ft}} এরও বেশি উঁচু। ম্যাকমার্ডো প্রণালীর নিকটে [[McMurdo Dry Valleys|ম্যাকমার্ডো শুষ্ক উপত্যকায়]] বিশেষ প্রকৃতির জলবায়ু লক্ষণীয় - যেখানে ভৌগোলিক কারণে বরফ গলন ও বাষ্পীভবনের মাধ্যমে অপসারিত হয়, এবং অত্যন্ত কম তুষারপাতের ফলে এই উপত্যকা বরফ ও তুষার মুক্ত থাকে। ম্যাকমার্ডো শুষ্ক উপত্যকা আন্তকুমেরু পর্বতমালার [[Rain shadow|বৃষ্টিচ্ছায়ায়]] অবস্থিত হওয়ার কারণে প্রকৃতপক্ষে এটি একটি [[মরুভূমি]], যা পৃথিবীর শীতলতম মরুভূমি হিসেবে [[গিনেস বিশ্ব রেকর্ড|গিনেস বিশ্ব রেকর্ডের]] অন্তর্ভুক্ত। <ref>{{cite web|url=http://www.guinnessworldrecords.com/world-records/coldest-desert/|publisher=[[Guinness World Records]] |title=Coldest desert|date=January 1, 2005}}</ref> আন্তকুমেরু পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে [[Queen Alexandra Range|রানী আলেকজান্দ্রা পর্বতশ্রেণীর]] অন্তর্ভুক্ত [[Mount Kirkpatrick|কার্কপ্যাট্রিক পর্বত]], যার উচ্চতা ৪,৫২৮ মি। বিচ্ছিন্ন বরফহীন পর্বতগুলো যা চারপাশে বরফ দ্বারা বেষ্টিত, সেগুলোকে [[nunatak|নুনাতাক]] বলা হয়।
 
==জীববৈচিত্র্য==
[[পেঙ্গুইন]], [[সীল মাছ]] ও সামুদ্রিক পাখিরা ভিক্টোরিয়া ল্যান্ডের রস সাগর তীরে বসবাস করে। পর্বতমালার ভেতরে জীববৈচিত্র্য [[ব্যাক্টেরিয়া|অণুজীব]], [[লাইকেন]], [[শৈবাল]] ও [[ছত্রাক|ছত্রাকের]] মাঝেই সীমাবদ্ধ।
 
==তথ্যসূত্র==