ফলকনুমা প্যালেস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনুবাদ
আফতাব বট (আলোচনা | অবদান)
প্রিন্স→যুবরাজ (সমস্যা? জানান)
৩৩ নং লাইন:
| footnotes =
}}
 
 
'''ফলকনুমা প্যালেস''' হল [[হায়দ্রাবাদ, ভারত|ভারতের হায়দ্রাবাদ]] এ অবস্থিত সব সুন্দর প্রাসাদ গুলোর অন্যতম একটি। এটা পায়গাহ হায়দ্রাবাদ রাজ্যর অন্তর্ভুক্ত ছিল যেটা পরে নিজাম দের মালিকানাধীনে ছিল।<ref>{{cite web|url=http://www.business-standard.com/article/beyond-business/affairs-of-state-110120400044_1.html|title=অ্যাফেয়ার্স অফ স্টেট|publisher= Business-standard.com}}</ref> এই প্রাসাদ টা ফলকনুমা তে ৩২ একর জমির উপর দাড়িয়ে যেটা চারমিনার থেকে মাত্র ৫ কিলোমিটার এর দুরত্বে অবস্থিত। এটির নির্মান করেছিলেন নবাব ভাইকার -উল-উমরা যিনি তখন হায়দ্রাবাদ এর প্রধান মন্ত্রী ছিলেন এবং সম্পর্কে তিনি নিজাম ৬, নবাব মীর মাহবুব আলী খান বাহাদুর এর কাকা এবং শ্যালক ছিলেন|<ref>{{cite web|url=http://hyderabad.clickindia.com/tourism/falaknumapalace.html|title=ফলকনুমা প্যালেস}}</ref> উর্দু তে ফলক-নুমা শব্দের তাৎপর্য হল "আকাশের মতন" অথবা "আকাশের আয়না"।
৪৮ ⟶ ৪৭ নং লাইন:
স্যার ভাইকার এই জায়গা টিকে তাঁর নিজের ব্যক্তিগত বাসভবন হিসাবে ব্যবহার করতেন ততদিন যতদিন এটার কর্তৃপক্ষর ভার ওনার কাছে ছিল| পরবর্তী কালে এই প্রাসাদ টিকে ১৮৯৭-৯৮ নাগাদ হায়দ্রাবাদ এর নিজাম এর হাতে স্থানান্তর করা হয়| ফলকনুমা প্যালেস তৈরী করতে প্রচুর খরচা হযেছিল যার দরুন স্যার ভাইকার কে অনেক টাকা ধার করতে হযেছিল এবং পরে তিনি এটা বুঝেছিলেন যে তিনি তাঁর সাধ্যের বাইরে গিয়ে অনেক বেশি টাকা খরচা করে ফেলেছেন| পরে ওনার বুদ্ধিমান স্ত্রী, লেডি উল উমরার চালাকির জোরে তিনি এই প্রাসাদ টি নিজাম ক উপহার হিসাবে দেন যার বদলে উনি এই প্রাসাদ টি তৈরী করার জন্য সব খরচা ফেরত পেয়ে যান| পরবর্তী কালে নিজাম এই প্রাসাদ টিকে একটি রাজকীয় গেস্ট হাউস হিসাবে ব্যবহার করতে শুরু করেন কারণ এখান থেক পুরো শহরের একটি সুন্দর দৃশ্য দেখা যেত|
 
২০০০ সাল অবধি এই প্যালেস নিজাম পরিবারের ব্যক্তিগত সম্পত্তি ছিল এবং সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল না| ১৯৫০ এর পর এই প্রাসাদ টি শান্ত হয়ে যায় যখন নিজাম চলে যায়| এই প্রাসাদের শেষ অতিথি ছিলেন ১৯৫১ সালে ভারতের রাষ্ট্রপতি, রাজেন্দ্র প্রসাদ| তারপর থেকে বেশিরভাগ সময় প্রাসাদ টি বন্ধ থাকত এবং এটা পরে একটি বিশাল পুনরূদ্ধার কার্যের মধ্য দিয়ে যায় যখন ২০০০ সালে নিজাম প্রিন্সযুবরাজ মুক্কারাম জাহ বাহাদুর এটাকে তাজ হোটেলস এর কাছে ৩০ বছরের লিজ চুক্তিতে দেন|
 
==প্রাসাদ==