আরব বিদ্রোহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
প্রিন্স→যুবরাজ (সমস্যা? জানান)
২৯ নং লাইন:
উসমানীয় সাম্রাজ্যে [[উসমানীয় সাম্রাজ্যে জাতীয়তাবাদের উত্থান|জাতীয়তাবাদের উত্থান]] হয় ১৮২১ সালের দিকে। [[আরব জাতীয়তাবাদ|আরব জাতীয়তাবাদের]] ভিত্তিভূমি ছিল [[মাশরিক]] ([[মিশর|মিশরের]] পূর্বদিকের আরব ভূমি) বিশেষ করে [[বিলাদ আল-শাম|শামে]]। আরব জাতীয়তাবাদীদের রাজনৈতিক ঝোক [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] আগে সহনীয় ছিল। আরবদের দাবিগুলো ছিল সংস্কারবাদী ধরনের। সাধারণ স্বায়ত্বশাসন, শিক্ষায় [[আরবি|আরবির]] ব্যবহার বাড়ানো ও শান্তিকালীন সামরিক বাহিনীতে যোগদানের নিয়ম পরিবর্তন এসবেই সীমাবদ্ধ ছিল।
 
১৯০৮ সালের ৩ জুলাই [[তরুণ তুর্কি বিপ্লব]] শুরু হয় এবং খুব দ্রুত তা সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। ফলে সুলতান [[দ্বিতীয় আবদুল হামিদ]] ১৮৭৬ সালের সংবিধান পুনঃস্থাপন ও সংসদ পুনঃপ্রতিষ্ঠা করেন। এই সময়কে [[দ্বিতীয় সাংবিধানিক যুগ]] বলা হয়। ১৯০৮ অনুষ্ঠিত নির্বাচনে তরুণ তুর্কিরা তাদের [[কমিটি অব ইউনিয়ন এন্ড প্রগ্রেস|কমিটি অব ইউনিয়ন এন্ড প্রগ্রেসের]] মাধ্যমে প্রতিদ্বন্দ্বী [[প্রিন্সযুবরাজ শাবাহাদ্দিন|প্রিন্সযুবরাজ শাবাহাদ্দিনের]] দলকে পরাস্ত করতে সমর্থ হন। সিইউপি তাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে উদারনৈতিক ছিল। সেসাথে তারা ব্রিটিশদের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সুলতানের নিকটবর্তী ছিল। নতুন সংসদ ১৪২ জন তুর্কি, ৬০ জন আরব, ২৫ জন আলবেনিয়ান, ২৩ জন গ্রীক, ১২ জন আর্মেনিয়ান, ৫ জন ইহুদি, ৪ জন বুলগেরিয়ান, ৩ জন সার্ব ও ১ জন ভ্লাচ নিয়ে গঠিত হয়। উসমানীয় সংসদে সিইউপি কেন্দ্রীকরণ ও আধুনিকীকরণের উপর অধিক জোর দেয়।
 
এই পর্যায়ে আরব জাতীয়তাবাদ কোনো গণ আন্দোলন ছিল না। সিরিয়ায় এই ধারণা সবচেয়ে শক্ত থাকলেও সেখানের পরিস্থিতিও অনুরুপ ছিল। অধিকাংশ আরবই তাদের ধর্ম, গোত্র বা নিজেদের নিজস্ব সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করত। [[উসমানীয়িজম]] ও [[প্যান-ইসলামিজম|প্যান-ইসলামিজমের]] ধারণা আরব জাতীয়তাবাদের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল।