পার্মেনিদিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১৭ নং লাইন:
 
এলেয়া'র পার্মেনিদিস (গ্রিক ভাষায়: Παρμενίδης ὁ Ἐλεάτης) প্রাচীন বৃহত্তর গ্রিসের অন্তর্ভুক্ত দক্ষিণ ইতালির এলেয়া নগররাষ্ট্রে জন্মগ্রহণকারী একজন সক্রেটিসপূর্ব দার্শনিক ও কবি যাকে এলেয়াবাদের (Eleaticism) জনক হিসেবে আখ্যায়িত করা হয়। একটি জটিল অধিবিদ্যক কবিতা রচনা করে তিনি প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী ও সবচেয়ে দুর্বোধ্য দার্শনিকদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। এই কবিতাটি ছাড়া তার আর কোনো লেখা আমাদের হাতে এসে পৌঁছায়নি, এবং আসলে এই কবিতারও পুরোটা আমাদের হাতে নেই, কিছু খণ্ডাংশ আছে কেবল।<ref name="britannica">"[http://www.britannica.com/biography/Parmenides-Greek-philosopher Parmenides]". ''Encyclopædia Britannica''. ''Encyclopædia Britannica Online''.
Encyclopædia Britannica Inc., 2015. Web. 26 Sep. 2015</ref> তার দার্শনিক চিন্তাধারাকে দুই শব্দে প্রকাশ করতে হলে বলতে সেটা ছিল এক ধরণের অধিবিদ্যক একত্ববাদ (metaphysical monism) — যা বলে বিশ্বে কেবল একটিই বা এক ধরনেরই জিনিস আছে। তিনি তার আগের দার্শনিকদের আনাড়ি বিশ্বতাত্ত্বিক মডেলগুলোর এত কড়া সমালোচনা করেছিলেন যে তার পরবর্তীকালের সব গ্রিক বিশ্বতাত্ত্বিক মডেলগুলোকে তার যুক্তির বিরুদ্ধে দেয়া জবাব হিসেবে ধরে নেয়া যায়।<ref name="sep">Palmer, John, "[{{SEP|http://plato.stanford.edu/entries/parmenides/ |Parmenides]",|John ''The Stanford Encyclopedia of Philosophy'' (Summer 2012 Edition), Edward N. Zalta (ed.)Palmer}}</ref>
 
এলেয়া শহরের সংবিধান রচনার জন্য তিনি শহরটির সবার কাছে খুব সম্মানিত ব্যক্তি ছিলেন। তার অনন্য জীবনপদ্ধতিও অনেকের আরাধ্য ছিল, যা "পার্মেনিদীয় জীবন" হিসেবে আলাদা পরিচিতি লাভ করেছিল। তাকে অনেক সময় [[ক্সেনোফানিস|ক্সেনোফানিসের]] শিষ্য হিসেবে আখ্যায়িত করা হয় এবং তিনি নিঃসন্দেহে [[হেরাক্লিতোস|হেরাক্লিতোসের]] পর লেখা শুরু করেছিলেন, কারণ তার চিন্তাধারাকে খুব স্পষ্টভাবেই হেরাক্লিতোসের চিন্তাধারার প্রতিবাদ হিসেবে বিবেচনা করা যায়; পার্মেনিদিস যদি একত্ববাদের পুরোধা হয়ে থাকেন তবে হেরাক্লিতোস ছিলেন বহুত্ববাদের পুরোধা। তার জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি; শুধু জানা গেছে যে তিনি পয়ষট্টি বছর বয়সে এথেন্সে যাত্রাবিরতি করেছিলেন এবং সেখানে তার সাথে তরুণ সক্রেটিসের দেখা হয়েছিল; সাক্ষাৎটি সম্ভবত খ্রিস্টপূর্ব ৫ম শতকের মাঝামাঝি সময়ে ঘটেছিল। তরুন সক্রেটিসের সাথে বৃদ্ধ পার্মেনিদিসের কথোপকথন [[প্লেটো|প্লেটোর]] বিখ্যাত সংলাপ ''পার্মেনিদিস''-এ নাটকীয় রূপে চিত্রায়িত হয়েছে।<ref name="iep">{{IEP|http://www.iep.utm.edu/parmenid/|Parmenides}}</ref>