কণিষ্ক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
৩১ নং লাইন:
===গ্রিক মুদ্রা ===
কণিষ্কের গ্রিক মুদ্রাগুলির এক পিঠে তাঁর প্রতিকৃতি সহ গ্রিক লিপিতে ''বাসিলেউস বাসিলেওন কানিষ্কোউ'' ({{lang-xbc|ΒΑΣΙΛΕΥΣ ΒΑΣΙΛΕΩΝ ΚΑΝΗϷΚΟΥ}}) কথাটি উৎকীর্ণ রয়েছে। মুদ্রাগুলির অপর পিঠে [[হেলিয়স]] ({{lang-grc-gre|ΗΛΙΟΣ}}), [[সেলেনে]] ({{lang-grc-gre|ΣΑΛΗΝΗ}}), [[আনেমোই]] ({{lang-grc-gre|ΑΝΗΜΟΣ}}) ও [[হেফাইস্তোস]] ({{lang-grc-gre|ΗΦΑΗΣΤΟΣ}}) প্রভৃতি গ্রিক পূরাণিক দেবদেবীর চিত্র ও নাম উৎকীর্ণ রয়েছে।
 
=== ইরানীয় মুদ্রা ===
কণিষ্কের পরবর্তী মুদ্রাগুলিতে গ্রিক দেব-দেবীর বদলে ইরানীয় দেব-দেবী স্থান পেয়েছে। তাঁর মুদ্রায় যে সকল ইরানীয় পৌরাণিক চরিত্র স্থান পেয়েছে, তাঁরা হলেন, [[Ashi Vanghuhi|অশি ভঙ্ঘুহি]] ({{lang-xbc|ΑΡΔΟΧϷΟ}}; ''আর্দোখষো''), [[Drvaspa|দ্র্বস্প]] ({{lang-xbc|ΛΡΟΟΑΣΠΟ}}; ''ল্রুউআস্পো''), [[Atar|অতর]] ({{lang-xbc|ΑΘϷΟ}}; ''আদষো''), [[khwarenah|খ্বরেনহ]] ({{lang-xbc|ΦΑΡΡΟ}}; ''ফাররো''), [[Mah|মাহ]] ({{lang-xbc|ΜΑΟ}}; ''মাও''), [[Mithra|মিথ্র]] ({{lang-xbc|ΜΙΘΡΟ}}; ''মিথ্রো''), [[Ahura Mazda|মাজদা]] ({{lang-xbc|ΜΟΖΔΟΟΑΝΟ}}; ''মাজদাউআনো''), [[Vohu Manah|ভোহু মানাহ]] ({{lang-xbc|ΜΑΝΑΟΒΑΓΟ}}; ''মানাওবাগো''), [[Vata-Vayu|বাতা-বায়ু]] ({{lang-xbc|ΟΑΔΟ}}; ''ওআদো''), [[Verethragna|ভেরেথ্রগ্ন]] ({{lang-xbc|ΟΡΑΛΑΓΝΟ}}; ''ওরালাগ্নো'') প্রভৃতি।
 
=== ভারতীয় মুদ্রা ===
কণিষ্কের আবিষ্কৃত মুদ্রাগুলির মধ্যে বৌদ্ধ মুদ্রাগুলির সংখ্যা অত্যন্ত দুর্লভ। এই সকল মুদ্রাগুলির এক পিঠে কণিষ্কের চিত্র ও ''শাওনানোশাও কানিষ্কি কোষানো'' ({{lang-xbc|ϷΑΟΝΑΝΟϷΑΟ ΚΑΝΗϷΚΙ ΚΟϷΑΝΟ}}) কথাটি ও অপর পিঠে [[গৌতম বুদ্ধ]] বা [[মৈত্রেয় বুদ্ধ|মৈত্রেয় বুদ্ধের]] চিত্র স্থান পেয়েছে। কণিষ্কের অন্য সকল মুদ্রায় দেব-দেবীর প্রতিকৃতি পাশ থেকে খোদাই করা হলেও [[গৌতম বুদ্ধ]] বা [[মৈত্রেয় বুদ্ধ|মৈত্রেয় বুদ্ধের]] প্রতিকৃতি সামনে থেকে মুদ্রিত করা হয়েছে।
 
[[গৌতম বুদ্ধ|গৌতম বুদ্ধের]] দন্ডায়মান প্রতিকৃতিগুলির মাথায় [[উষ্ণীষ]] ও দেহে [[কষায়]] পরিধাণরত অবস্থায় এবং বাম হাত চীবর ধারণরত ও ডান হাত অভয় মুদ্রার ভঙ্গীতে রয়েছে। এই সকল মুদ্রায় [[গৌতম বুদ্ধ|গৌতম বুদ্ধের]] কান অত্যন্ত লম্বা করে মুদ্রিত হয়েছে। তাঁর ডান হাতে [[চক্র]] চিহ্ন, কপালে [[ঊর্ণ]] ও দেহের চারিদিকে এক, দুই বা তিনটি রেখায় রশ্মিচ্ছটা দেখানো হয়েছে। এই সকল মুদ্রায় [[গৌতম বুদ্ধ|গৌতম বুদ্ধের]] প্রতিকৃতির সাথে ''বোদ্দো'' ({{lang-xbc|ΒΟΔΔΟ}}) কথাটি উৎকীর্ণ রয়েছে।
 
[[গৌতম বুদ্ধ|গৌতম বুদ্ধের]] দন্ডায়মান প্রতিকৃতিযুক্ত অন্য কয়েকটি তাম্র মুদ্রায় ''শাকামানো বোদ্দো'' ({{lang-xbc|ϷΑΚΑΜΑΝΟ ΒΟΔΔΟ}}) কথাটি উৎকীর্ণ রয়েছে। এই সকল মুদ্রায় [[গৌতম বুদ্ধ|গৌতম বুদ্ধের]] শরীরের অংশ স্পষ্ট ভাবে পরিস্ফূট হয়েছে, তাঁর [[কষায়]] আগের মুদ্রাগুলির তুলনায় স্বচ্ছ এবং চীবরের অংশ বাম হাতে ভাঁজ করা রয়েছে। তাঁর মাথার চারপাশে এক বা দুইটি রেখায় রশ্মিচ্ছটা দেখানো হয়েছে।
 
কণিষ্কের যে সকল তাম্র মুদ্রায় [[মৈত্রেয় বুদ্ধ|মৈত্রেয় বুদ্ধের]] চিত্র স্থান পেয়েছে, সেই মুদ্রাগুলিতে ''মেত্রাগো বোদ্দো'' ({{lang-xbc|ΜΕΤΡΑΓΟ ΒΟΔΔΟ}}) কথাটি উৎকীর্ণ রয়েছে। এই মুদ্রালিতে [[মৈত্রেয় বুদ্ধ]] কারুকার্য্যমণ্ডিত সিংহাসনে হাঁটু মুড়ে বসে রয়েছেন। তাঁর হাতে একটি জলের পাত্র রয়েছে ও হাতটি অভয় মুদ্রার ভঙ্গীতে রয়েছে এবং বাহুতে বাহুবন্ধ রয়েছে।
 
== তথ্যসূত্র ==