ফ্রান্সিস্কো গোয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৫ নং লাইন:
==কর্ম জীবন==
১৭৭৫ সালের ২৫ জুলাই তিনি জোসেফা পেপাকে বিবাহ করেন। গয়া ১৭৬৫ সাল থেকে Real Academia de Bellas Artes de San Fernando এর সদস্য ছিলেন। এর ফলশ্রুতিতে তিনি স্পেনের রাজকীয় প্রাসাদগুলোর প্রস্থর নির্মিত দয়াল সাজানোর জন্য ৪২ টি প্যাটার্ন অংকন করেন। তার এই কাজগুলো রাজকীয় দরবারে তার প্রবশাধিকার নিশ্চিত করে এবং তিনি তৎকালিন রাজপরিবারের অনুগ্রহ প্রাপ্ত হন। [[Church of San Francisco El Grande]] এর মূল বেদীতে তার অঙ্কিত একটি চিত্রকর্ম তাকে Royal Academy of Fine Art এর সম্মানসূচক সদস্যপদ এনে দেয়। ১৭৮৩ সালে স্পেনের রাজা তৃতীয় চার্লস তার পোর্টেট তৈরী করার জন্য গয়াকে নিয়োগ করেন। সেই সময় ক্রাইন প্রিন্স ডন লুই এর সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। ১৭৮৬ সালে রাজা তাকে বেতনভোগী রাজচিত্রকর হিসাবে নিয়োগ দেন। রাজা চতুর্থ চার্লসের সময়ে তিনি তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মানজনক অবস্থানে পৌছান।<ref>''Galeria de Arte transparencias Ancora A Todo Color'' 1961 Goya biography from the [[Museo del Prado]]. As quoted on [http://eeweems.com/goya/1961_prado_bio.html eeweems.com]</ref> ১৮০৮ সারে ফ্রান্সের সেনাবাহিনী নেপোলিয়নের ভ্রাতা প্রথম জোসেফের নের্তৃত্বে স্পেন আক্রমন করলে পেনিনসুলা যুদ্ধ শুরু হয়। গোয়া নতুন রজার দরবারেও তার স্থান করে নেন। ১৮১৪ সালে স্পেনের রাজা চতুর্থসপ্তম চার্লসফার্ডিনান্ড পুনরায় সিংহাসন ফিরে পেলে গোয়া ফ্রান্সদের সাথে কাজ করা থেকে বিরত থাকেন।
 
== তথ্যসূত্র ==