পোল্যান্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jerzyjan1-এর সম্পাদিত সংস্করণ হতে Dexbot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
সামীরুদ্দৌলা (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Infobox country
|native_name = ''Rzeczpospolita Polska <br>''রেচ্‌পস্‌পলিতা পল্‌স্কা''
|conventional_long_name = Republicপোল্যান্ড of Polandপ্রজাতন্ত্র
|common_name = Polandপোল্যান্ড
|flag_border = Flag of Poland (normative).svg
|image_flag = Flag_of_Poland.svg
৮১ নং লাইন:
}}
 
'''পোল্যান্ড''' ({{lang-pl|Polska}} ''পল্‌স্কা''), সরকারিভাবে '''পোল্যান্ড প্রজান্ত্র''' (Rzeczpospolita Polska ''রেচ্‌পস্‌পলিতা পল্‌স্কা'') [[ইউরোপ]] মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল। এর রাজধানীর নাম [[ওয়ার্‌শ]]। এর পশ্চিমে [[জার্মানি]], দক্ষিণে [[চেক প্রজাতন্ত্র]] ও [[স্লোভাকিয়া]], পূর্বে [[ইউক্রেন]] ও [[বেলারুস]], এবং উত্তরে [[বাল্টিক সাগর]], [[লিথুয়ানিয়া]], ও [[রাশিয়া]] অবস্থিত। বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে [[ডেনমার্ক|ডেনমার্কের]] জলসীমান্ত রয়েছে। পোল্যান্ড [[২০০৪]] সালের [[১লা মে]] তারিখ থেকে [[ইউরোপীয় ইউনিয়ন|ইউরোপীয় ইউনিয়নের]] সদস্য।
 
প্রায় ১,০০০ বছর আগে [[পিয়াস্ট রাজবংশ|পিয়াস্ট রাজবংশের]] অধীনস্থ রাজ্য হিসাবে পোল্যান্ড সর্বপ্রথম সংগঠিত হয়। ষোড়শ শতকের শেষভাগকে পোল্যান্ডের স্বর্ণযুগ বলা হয়, যখন জাগিয়েলনীয় রাজবংশের অধীনে পোল্যান্ড ইউরোপের সবচেয়ে বৃহৎ, সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়। ১৭৯১ সালে পোল্যান্ড-লিথুয়ানিয়া কমনওয়েলথের সংসদ, যা সেইম নামে পরিচিত, ইউরোপ মহাদেশের প্রথম রাষ্ট্র হিসাবে মার্কিন সংবিধানের আদলে একটি সংবিধান রচনা ও প্রবর্তন করে। কিন্তু এর অল্প কিছু কাল পরেই পোল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র [[রাশিয়া]], [[অস্ট্রিয়া]] ও [[প্রুশিয়া]] পোল্যান্ডকে গ্রাস করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। ১৯১৮ সালে [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] সমাপ্তির পর পোল্যান্ড আবার স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] পর অবশ্য পোল্যান্ড তৎকালীন [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] অধীনত কমিউনিস্ট রাষ্ট্র ''গণপ্রজাতন্ত্রী পোল্যান্ড'' এ পরিণত হয়। ১৯৮৯ খ্রিস্টাব্দের আংশিক অবাধ নির্বাচনের ফলে কমিউনিস্ট শাসনের পতন ঘটে, যাতে সলিডারিটি (''Solidarność'') দল ও [[লেখ ওয়ালেসা]] গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে পোল্যান্ড একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ১৯৯৭ সালে এর নতুন সংবিধান প্রণয়ন করা হয়। ১৯৯৯ সালে পোল্যান্ড [[ন্যাটো]] জোটে যোগ দেয়।