বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎হাজী আস্বীন মুনসেফ: হাজী আস্বীন মুনসেফ একজন বিখ্যাত সমাজ সেবক ছিলেন কিন্তু তাঁর ইতিহাস আজ প্র...
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
নতুন আলাপের অনুচ্ছেদ: "মুনসেফ" শব্দের আভিধানিক অর্থ,
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩১ নং লাইন:
 
হাজী আস্বীন মুনসেফ সাহেব সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন রফিনগর গ্রামে ১৮০১ সালে(আনুমানিক)জন্ম গ্রহণ করেন।তিনি ১৮৪৫ সালে "মুনসেফ" পদ লাভ করেন এবং আমৃত্যু তিনি এ পদেই সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন গ্রামের কর্তা,নেতা,তাঁকে ব্যতীত তখনকার সময়ে গ্রামের কোন মিঠিং- বৈঠক হতনা।গ্রামের মানুষ তাঁকে খুব শ্রদ্ধা- ভক্তি করতো।সবাই তাঁকে মুনসেফ বলে ডাকতো তখনকার সময়ে তাঁর প্রভাব- প্রতিপত্তির জ্বলন্ত উদাহরণ হলো এই যে,-- যখন গ্রামের কোন গোত্র অন্য গোত্রেরর সাথে ঝগড়াবিবাদ করতো তখন অধিকতর দুর্বল দলটি সবল দলের আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য একথা বলতো যে -- "আস্বীন মুনসেফের দোহাই"। আর তখন প্রথা ছিল যে, আস্বীন মুনসেফের দোহাই দিলে দুর্বল দলটিকে আর আক্রমন করা যাবেনা।আর এই প্রথাটি ছিল সর্বজন স্বীকৃত যদিও তা বর্তমান প্রজন্মের অজানা বিষয়। [[ব্যবহারকারী:ইয়াসিন মুনসেফ|ইয়াসিন মুনসেফ]] ([[ব্যবহারকারী আলাপ:ইয়াসিন মুনসেফ#top|আলাপ]]) ০৫:২১, ৩০ জুলাই ২০১৫ (ইউটিসি)
 
== "মুনসেফ" শব্দের আভিধানিক অর্থ, ==
 
মুনসেফ শব্দটি আরবি, এটি আল ইনসাফ,বাবে ইফয়াল থেকে আগত,এই শব্দের মূল ধাতু হলো নূন,সিন, ফা,এর ধাতুগত অর্থ হলো-- ন্যায় বিচার করা, মীমাংসা করা।আর "মুনসেফ" শব্দটি ইসমে ফায়েল থেকে ইসমে মাফউলের শব্দ।এর আভিধানিক অর্থ হলো-- ন্যায় বিচার করী,আমীন,আদীল। এছাড়া বৃটিশ আমলে এই শব্দটিকে "মুন্সী" ও বলা হতো। বৃটিশগণ ভরতীয় উপমহাদেশে এই পদটি প্রথম ব্যবহার করেন।পরে ১৮৩২ সালে বৃটিশগণ ভরতীয় উপমহাদেশের গ্রম্য মাতাব্বর ও বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে এ পদ প্রদান করেন।এবং স্থানীয়ভাবে শাসনকর্য পরিচালনা করার জন্য বৃটিশগণ মহকুমা বা এলাকা ভিত্তিক একটি" মুনসেফ কোর্ট" প্রণয়ন করেন।এই মুনসেফ কোর্টের প্রধান বিচারক ছিলেন মুনসেফগন।মুনসেফগণ শুধু বিচার কার্যই পরিচালনা করতেন না তারা স্থানীয় কৃষকদের নিকট হতে রাজস্ব ও আদায় করতেন। [[ব্যবহারকারী:ইয়াসিন মুনসেফ|ইয়াসিন মুনসেফ]] ([[ব্যবহারকারী আলাপ:ইয়াসিন মুনসেফ#top|আলাপ]]) ১০:১৩, ৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)