হিউয়েন সাঙ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সন্দীপ সরকার (আলোচনা | অবদান)
→‎প্রারম্ভিক জীবন: বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩ নং লাইন:
== প্রারম্ভিক জীবন ==
[[চিত্র:玄奘故居.jpg|thumb|left|250px|হিনান প্রদেশে হিউয়েন সাঙ এর আবাসস্থল]]
হিউয়েন সাঙ লুজহু প্রদেশের (বর্তমান হিনান প্রদেশ) গৌসি টাউনের চিনহি গ্রামে [[৬০২]] খৃষ্টাব্দে জন্মগ্রহন করেন। তিনি একটি সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহনজন্মগ্রহণ করেন। তার পূর্বসূরী '''চেন শি''' ছিলেন হান সম্রাজ্যের একজন মন্ত্রী। তার দাদার বাবা '''চেন কিন''' পূর্ব ওয়েই সম্রাজ্যের শেনডেং প্রদেশের একজন বড় কর্মকর্তা ছিলেন আর তার দাদা '''চেন কাং''' উত্তোর কি সম্রাজ্যের রাজকীয় একাডেমির অধ্যাপক ছিলেন এবং সর্বশেষে তার বাবা '''চেন হুই''', শুই সম্রাজ্যের একজন ম্যাজিষ্টেটম্যাজিষ্ট্রেট হিসেবে কাজ করেছেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংশারপ্রতিহিংসার আশংকায়আশঙ্কায় চাকরি ছেড়ে দেন। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তার আত্মজিবনীআত্মজীবনী থেকে জানা যায় যে ইউয়েন সানসাঙ খুব ছোটবেলা থেকেই [[কনফুসিয়াস|কনফুসিয়াসের]] গতানুগতিক তত্বেরতত্ত্বের উপর ব্যাপক আগ্রহ এবং পারদর্ধিতাপারদর্শিতা প্রদর্শন করতে থাকেথাকেন যা তার বাবাকে অবাক করে দেয়। তার ভাই বোনদের মতই হিউয়েন সাঙ তাদের বাবার কাছ থেকে প্রাথমিক শিক্ষা দিক্ষাদীক্ষা লাভ করেন।
 
যদিও তার পরিবারের সকলে [[কনফুসিয়াস|কনফুসিয়াসের]] তত্বেরতত্ত্বের উপর বিস্বাসীবিশ্বাসী ছিলোছিলেন তার পরও হিউয়েন সাঙ তার বড় ভাই '''চেন সু''' এর পদাংকপদাঙ্ক অনুসরনঅনুসরণ করে বৌদ্ধ ভিক্ষু হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ৬১১ খ্রৃষ্টাব্দেখ্রিষ্টাব্দে তার বাবার মৃত্যু হলে হিউয়েন সাঙ লুয়াং প্রদেশে জিংতু বুদ্ধ আশ্রমে তার ভাইয়ের সাথে প্রায় পাঁচ বছর কাটান। সেই বুদ্ধ আশ্রমে সেই সময় বৌদ্ধ ধর্মগ্রন্থ হিসেবে মাহায়ানার চর্চা করা হত।
 
৬১৮ খৃষ্টাব্দের দিকে যখন সুই সম্রাজ্য ভেংগেভেঙে পড়ে তখন হিউয়েন সাঙ এবং তার ভাই তাং সম্রাজ্যের রাজধানিরাজধানী চ্যাংগানে পালিয়ে যান এবং একটি বুদ্ধবৌদ্ধ আশ্রমে আরো প্রায় দুই বছর অতিবাহিত করেন। সেখানেই তিনি অভিধর্মকশাঅভিধর্মদা শাস্ত্র সম্পর্কে ধারণা এবং জ্ঞান লাভ করেন।
 
৬২২ সালে প্রায় ২০ বছর বয়সে তিনি একজন পূর্ণ বৌদ্ধ ভিক্ষু হয়ে ওঠেন। এই সময় তিনি বুদ্ধিজমেরবৌদ্ধতত্ত্ব ওপরবিষয়ে অনেকবিস্তৃত পড়ালেখাপড়াশুনা করেন এবং ভারতবর্ষভারতবর্ষে যেয়েগিয়ে অরো জ্ঞানার্জনের ইচ্ছা পোষনপোষণ করেন। এই চিন্তা করে তিনি তার ভাইকে রেখে পুনরায় তাং সম্রাজ্যের রাজধানিতেরাজধানীতে চলে যান এবং সেখানে সংস্কৃতিসংস্কৃত ভাষারভাষা উপর পড়ালেখাচর্চা শুরু করেন। একই সময়ে তিনি বুদ্ধিজমেরবৌদ্ধতত্ত্বের অধিবিদ্যার উপর আগ্রহী হয়ে ওঠেন।
 
<br />
 
== তীর্থ যাত্রা ==
[[চিত্র:Xyj-tang seng.jpg|255px|right|thumb|একটি ছবিতে হিউয়েন সাঙ কে পশ্চিমের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে]]