কিন্নর জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
|HQ = রিকং পিও
|Map = HimachalPradeshKinnaur.png
|Coordinates ={{coord|31.35|78.25}}
|Area = ৬৪০১
|Languages = ৯
|Population = ৮৪১২১
|Male Population ৪৬,২৪৯ (২০১১)
|Female Population ৩৭,৮৭২(২০১১).
|Year = ২০১১
|Density/km2 = ১৩
১৯ নং লাইন:
২০১১ সালের জনগণনা অনুসারে, শিশুর লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ ছেলেতে, ৯৫৩ জন মেয়ে,২০০১ সালে যা ছিল প্রতি ১০০০ ছেলেতে,৯৭৯ জন মেয়ে। <ref>[http://www.census2011.co.in/census/district/240-kinnaur.html]</ref>
|Collector =
|Tehsils = হাংরাং, কল্পা,মোরাং,নিচর,পু,সাংলা
|LokSabha =
|Assembly =
২৭ নং লাইন:
}}
[[File:ShimlaKinnaurRoute map in Bengali.png|thumb|[[শিমলা]] থেকে কিন্নর জেলা যাওয়ার পথের নকশা]]
'''কিন্নর''' ভারতের [[হিমাচল প্রদেশ]] [[ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল|রাজ্যের]] প্রশাসনিক বারোটি জেলার একটি। জেলাটি তিনটি প্রশাসনিক এলাকায় বিভক্ত। [[পু, ভারত|পু]], [[কল্পা]] এবং নিচর &ndash; এবং পাঁচটি [[তহশিল]] (জেলা) আছে। [[রিকং পিও]] কিন্নর জেলার সদরদপ্তর; এখান থেকে [[কিন্নর কৈলাশ পর্বত]], (যাকে ভগবান [[শিব|শিবের]] আবাস হিসেবে বিবেচনা করা হয়) দেখা যায়। ২০১১ সালের হিসাবে [[লাহুল এবং স্পিতি জেলা|লাহুল এবং স্পিতির]] পরে কিন্নর জেলা [[হিমাচল প্রদেশের জেলার তালিকা|হিমাচল প্রদেশের ১২ টি জেলার]] মধ্যে দ্বিতীয় জনবহুল জেলা।<ref name="distcensus">{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title =
District Census 2011 | publisher = Registrar General of
India}}</ref> কিন্তু এই জেলায় নয়টি ভাষা ব্যবহৃত হয়।<ref>{{cite web|title=Language
৩৩ নং লাইন:
[[File:Kinnaur Kailash with Monolithic pillar a 79 feet vertical rock formation that resembles a Shivalinga.jpg|thumb|left|২০১৫ সালের জুন মাসে [[কল্পা,হিমাচল প্রদেশ|কল্পাগ্রাম]] থেকে ৭৯ফুটের একশিলা স্তম্ভ সমেত কিন্নর কৈলাশ।]]
==সাধারণ==
কিন্নর, রাজ্যের রাজধানী শিমলা থেকে {{convert|২৩৫|km|abbr=on}} দুর । এটি পূর্ব তিব্বত সীমান্তবর্তী এবং হিমাচল প্রদেশ রাজ্যের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত। এটির তিনটি উচ্চ পর্বত পরিসর আছে ,[[জান্সকার]], [[হিমালয়]] এবং [[ধৌলাধর]] যেগুলি [[শতদ্রু উপত্যকা | শতদ্রু]] , [[স্পিতি উপত্যকা|স্পিতি]],[[বাস্পা উপত্যকা|বাস্পা]] এই তিনটি উপত্যকা এবং তাদের শাখাগুলিকে পরিবেষ্টন করে আছে।পাহাড়ের ঢলানগুলি পুরু কাঠ, ফলের বাগান, মাঠ ও ছবির মত একটা পল্লীতে মোড়া।কিন্নরমোড়া। কিন্নর কৈলাশ পর্বতের শিখরে একটি বিখ্যাত প্রাকৃতিক শিলা [[শিবলিঙ্গ]] আছে ।এই জেলাটি ১৮৮৯ সালে বহিরাগতের নিকট, প্রবেশের জন্য উন্মুক্ত করা হয়।পুরানো [[হিন্দুস্তান-তিব্বত রোড]],[[শতদ্রু]] নদীর তীর ধরে কিন্নর উপত্যকার মধ্য দিয়ে গিয়ে,পরিশেষে [[শিপকি লা]] গিরিবর্ত্মে তিব্বত প্রবেশ করে।
 
শুধুমাত্র এখানকার প্রাকৃতিক দৃশ্যাবলী সব বয়সের মানুষকে আকর্ষণ করে তা নয়।এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, রীতিনীতি ইত্যাদিও মানুষকে সমানভাবে আকর্ষণ করে।এখানকার মানুষের গভীর বিশ্বাস ও সংস্কৃতি আছে,সাধারণত, বৌদ্ধ ও হিন্দু ধর্মে বিশ্বাসী ।তাঁরা বিশ্বাস করেন নির্বাসনে থাকার সময় পাণ্ডবগণ এসে এই জায়গায় বসবাস করেছিলেন(কারমু গ্রাম)। হাজার বছরের পুরানো বৌদ্ধমঠ আজও এখানে বর্তমান।বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের মানুষেরা শান্তিতে একত্রে বসবাস করেন যা প্রথাগত ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের প্রতীক। আপেল, চিলগোজা(বাদামী) এবং অন্যান্য শুকনো ফল এখানে উৎপাদিত হয়।উচ্চ ভূখণ্ডর জন্য এখানে দুঃসাহসিক ক্রীড়ার সুবিধা। ট্রেকিং রুটের মধ্যে 'কিন্নর কৈলাশের পরিক্রমা' একটি।
 
৮৭ ⟶ ৮৮ নং লাইন:
}}
 
<!---{{coord|31|35|N|78|25|E|display=title|region:IN-HP_type:adm2nd_source:dewiki}}---->
 
<!---{{Districts of Himachal Pradesh}}
 
{{Geo HP}}