সমুদ্রগুপ্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩০ নং লাইন:
|place of burial =
|}}
[[File:Gupta empire Bengali map.png|thumb|তিনটি প্রধান শাসকদের বিজিত গুপ্ত সাম্রাজ্যের মানচিত্র]]
 
'''সমুদ্রগুপ্ত''' (রাজত্বকাল খ্রিস্টীয় [[৩৩৫]] – [[৩৮০]] অব্দ) ছিলেন গুপ্তসম্রাট [[প্রথম চন্দ্রগুপ্ত|প্রথম চন্দ্রগুপ্তের]] পুত্র, উত্তরাধিকারী এবং [[গুপ্ত সাম্রাজ্য|গুপ্ত সাম্রাজ্যের]] শ্রেষ্ঠ রাজা। শুধু গুপ্ত বংশেরই নন, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক শাসক। সম্ভবত তিনি পিতার প্রথম সন্তান ছিলেন না, কিন্তু শৌর্য ও বীর্যের কারণে প্রথম চন্দ্রগুপ্ত তাঁকেই উত্তরসূরি নির্বাচিত করেন। সমগ্র উত্তর ভারতকে নিজের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন ও দক্ষিণ ভারতের [[চেন্নাই|মাদ্রাজ]] অঞ্চল অবধি রাজ্যসমূহকে গুপ্ত সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত করেছিলেন সমুদ্রগুপ্ত। সিংহলের রাজাও তাঁর সার্বভৌমত্ব স্বীকার করেছিলেন।