লিন্ডসে হ্যাসেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: সংশোধন
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
৫৩ নং লাইন:
| best bowling2 = 2/10
| catches/stumpings2 = 170/0
| date = ২৬২২ মার্চআগস্ট
| year = ২০১৫
| source = http://www.cricinfo.com/ci/content/player/5607.html Cricinfoক্রিকইনফো
}}
 
'''আর্থার লিন্ডসে হ্যাসেট''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|এমবিই]] ([[জন্ম]]: [[২৮ আগস্ট]], [[১৯১৩]] - [[মৃত্যু]]: [[১৬ জুন]], [[১৯৯৩]]) ভিক্টোরিয়ার জিলং এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলীয়]] [[ক্রিকেট|ক্রিকেটার]] ছিলেন। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] পক্ষে [[Batting order (cricket)|মাঝারী সারির]] ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতেন। '''লিন্ডসে হ্যাসেট''' ঘরোয়া ক্রিকেটে [[Victorian Bushrangers|ভিক্টোরিয়া দলের]] প্রতিনিধিত্ব করেন। তাঁর ব্যাটিং সম্পর্কে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] মন্তব্য করে যে, প্রতিটি স্ট্রোকেই প্রভূত্ব করার চেষ্টা চালাতেন তিনি। সময় সচেতনতা, চমৎকার পায়ের কারুকাজ ও শক্তিশালী কব্জির দক্ষ প্রয়োগে তিনি তাঁর ব্যাটিংকে অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত করেছেন।করেছিলেন।<ref name=Wisden1949>{{cite web |url=http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/154629.html |publisher=[[Wisden]] |year=1949 |work=[[Wisden Cricketers' Almanack]] |title=Lindsay Hassett – Cricketer of the Year |accessdate=2007-12-04}}</ref><ref name=h3>Haigh, p. 3.</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==
বিদ্যালয় জীবনে খেলোয়াড় হিসেবে মূল্যায়িত না হলেও [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] বেশ কয়েক মৌসুমে নিয়মিত স্থান ধরে রেখেছিলেন। শুরুতে অবশ্য বিরাট রান সংগ্রহ করতে বেশ পেতে হয়েছিল তাঁকে। [[australian cricket team in England in 1938|১৯৩৮]] সালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] সফরে একটিমাত্র প্রথম-শ্রেণীর সেঞ্চুরির দেখা পেয়েছেন। কিন্তু সফরের শুরুতে ধারাবাহিকভাবে তিনতিনটি [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] করেছিলেন। [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটের]] ক্ষেত্রেও একই হয়। কিন্তু চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া দলের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অস্ট্রেলিয়া ফিরে ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো বিরাট রান সংগ্রহ করে নিজেকে স্বরূপে প্রকাশ করেন তিনি। তৎকালীন সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলার [[বিল ও’রিলি|বিল ও’রিলি’র]] বিপক্ষে একই খেলায় দুইবার শতকের সন্ধান পান।
 
ইংল্যান্ড সফরে দলে তাঁর অন্তর্ভূক্তির বিষয়ে স্পষ্টতঃই নিজেকে তুলে ধরেন। ওরচেস্টারশায়ার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লিচেস্টারশায়ার ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে যথাক্রমে ৪৩, ১৪৬, ১৪৮ ও অপরাজিত ২২০* রান তুলে দলকে ইনিংসের ব্যবধানে জয়লাভে সহায়তা করেন। এরফলে নটিংহামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক ঘটে। কিন্তু উভয় ইনিংসে তিনি মাত্র ১ ও ২ রান তোলেন। অথচ ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত ঐ মাঠে মাত্র ২৪ উইকেটের পতন ঘটে ও দেড় সহস্রাধিক রান উঠে। খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল। লর্ডসের দ্বিতীয় টেস্টে তিনি অবশ্য ৫৬ ও ৪২ রান সংগ্রহ করেছিলেন।
১০৮ নং লাইন:
title=[[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা#টেস্ট অধিনায়ক|অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক]] |
years=১৯৪৯/৫০-১৯৫১/৫২ |
after=[[Arthur Morris|আর্থার মরিস]] |
}}
{{succession box |