ভারতের কমিউনিস্ট পার্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৭ নং লাইন:
১৯২৮ সালে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের ষষ্ঠ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ১৯২৭ সালে [[কুওমিনটাং]] চীনা কমিউনিস্টদের বিরোধিতা করেছিলেন। চীনা কমিউনিস্টরা ঔপনিবেশিক দেশগুলির জাতীয় বুর্জোয়া দলগুলির সঙ্গে জোট বাঁধার নীতি গ্রহণ করেছিল। ষষ্ঠ কমিনটার্ন কংগ্রেসের ঔপনিবেশিক তত্ত্ব অনুসারে ভারতীয় কমিউনিস্টদের ডাক দেওয়া হয় ‘জাতীয়-সংশোধনবাদী নেতৃবৃন্দের’ বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং ‘[[ভারতীয় জাতীয় কংগ্রেস|ভারতীয় জাতীয় কংগ্রেসের]] জাতীয় সংশোধনবাদের মুখোশ খুলে দেওয়ার জন্য এবং স্বরাজবাদী, গান্ধীবাদী ইত্যাদি সকল ধরনের নিষ্ক্রিয় প্রতিবাদী শব্দগুলির বিরোধিতা করার জন্য’।<ref name="saha">Saha, Murari Mohan (ed.), ''Documents of the Revolutionary Socialist Party: Volume One 1938–1947''. Agartala: Lokayata Chetana Bikash Society, 2001. p. 21-25</ref> কংগ্রেস যদিও চীনা কুওমিংটাং ও ভারতীয় [[স্বরাজ্য দল|স্বরাজ্য দলের]] মধ্যে পার্থক্য আছে বলে সিদ্ধান্ত গ্রহণ করে এবং স্বরাজ্য দলকে নির্ভরযোগ্য বন্ধু বা প্রত্যক্ষ শত্রু কোনোটি তকমা দিতে অস্বীকার করে। কংগ্রেসে ভারতীয় কমিউনিস্টদের ডাক দেওয়া হয় জাতীয় বুর্জোয়া শক্তি ও ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরোধের জায়গাগুলি ব্যবহার করার জন্য।<ref>M.V. S. Koteswara Rao. ''Communist Parties and United Front – Experience in Kerala and West Bengal''. [[Hyderabad, India|Hyderabad]]: Prajasakti Book House, 2003. p. 47-48</ref> এছাড়া কংগ্রেসে ডব্লিউপিপি-র সমালোচনা করা হয়। ৩ জুলাই, ১৯২৯{{spaced ndash}}১৯ জুলাই, ১৯২৯ তারিখের কমিউনিস্ট ইন্টারন্যাশনালের কার্যনির্বাহী সমিতির দশম প্লেনাম অনুসারে, ভারতীয় কমিউনিস্টদের ডব্লিউপিপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ কার্যকর করা হলে ডব্লিউপিপি ভেঙে যায়।<ref>M.V. S. Koteswara Rao. ''Communist Parties and United Front – Experience in Kerala and West Bengal''. [[Hyderabad, India|Hyderabad]]: Prajasakti Book House, 2003. p. 97-98, 111–112</ref>
 
[[File:Meerut prisoners outside the jail.jpg|thumb|250px|জেলের বাইরে গৃহীত মিরাট ষড়যন্ত্র মামলার ২৫ জন বন্দীর ছবি। পিছনের সারিতে: (বাঁদিক থেকে ডানদিকে) কে. এন. সেহগল, এস. এস. জোশ, এইচ. এল. হাচিনসন, [[শৌকত উসমানি]], বি. এফ. ব্র্যাডলি, এ. প্রসাদ, [[ফিলিপ স্প্র্যাট]] ও জি. অধিকারী। মধ্যের সারিতে: কে. আর. মিত্র, গোপেন চক্রবর্তী, কিশোরলাল ঘোষ, কে. এল. কদম, ডি. আর. থেঙ্গডি, গৌর শংকর, এস. ব্যানার্জি, কে. এন. জোগলেকর, [[পি. সি. যোশি]] ও [[মুজফফর আহমেদ (রাজনীতিবিদ)|মুজফফর আহমেদ]]। সামনের সারিতে: এম. জি. দেশাই, জি. গোস্বামী, আর. এস. নিমকর, এস. এস. মিরাজকর, [[এস. এ. ডাঙ্গে]], জি. ভি. ঘাটে ও গোপাল বসাক।]]
১৯২৯ সালের ২০ মার্চ ডব্লিউপিপি, সিপিআই ও অন্যান্য শ্রমিক নেতাদের ভারতের নানা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। এই মামলাটি [[মিরাট ষড়যন্ত্র মামলা]] নামে পরিচিত। কমিউনিস্ট নেতাদের কারারুদ্ধ করা হয়। চার বছর ধরে তাঁদের বিচার চলে।<ref>Ralhan, O.P. (ed.). ''Encyclopaedia of Political Parties – India – Pakistan – Bangladesh – National -Regional – Local. Vol. 23. Revolutionary Movements (1930–1946)''. New Delhi: Anmol Publications, 2002. p. 689-691</ref><ref>M.V. S. Koteswara Rao. ''Communist Parties and United Front – Experience in Kerala and West Bengal''. [[Hyderabad, India|Hyderabad]]: Prajasakti Book House, 2003. p. 96</ref>