হিউ ট্রাম্বল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
৭২ নং লাইন:
| best bowling2 = 9/39
| catches/stumpings2 = 329/0
| date = ১১২০ আগস্ট
| year = ২০১৫
| source = http://content-aus.cricinfo.com/ci/content/player/7977.html ক্রিকইনফো
}}
 
'''হাগ ট্রাম্বল''' ([[জন্ম]]: [[১২ মে]], [[১৮৬৭]] - [[মৃত্যু]]: [[১৪ আগস্ট]], [[১৯৩৮]]) ভিক্টোরিয়া প্রদেশের হথর্ন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলীয়]] [[ক্রিকেট|ক্রিকেটার]] ছিলেন। ১৮৯০ থেকে ১৯০৪ সাল মেয়াদকালে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] পক্ষে [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়া ও মেলবোর্ন ক্লাবেক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ অফ-স্পিন বোলিং করতেন। এছাড়াও অস্ট্রেলিয়া দলকে দুই টেস্টে [[অধিনায়ক (ক্রিকেট)|নেতৃত্ব]] দেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চারজন বোলারের একজন হিসেবে দুইবার [[হ্যাট্রিক]] লাভ করেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
৮৩ নং লাইন:
 
[[Australian cricket team in England in 1890|১৮৯০]] সালে ইংল্যান্ড সফরে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক ঘটে। [[Bobby Peel|ববি পিলকে]] [[caught (cricket)|কট এন্ড বোল্ড]] করে খেলার একমাত্র [[উইকেট]] লাভ করেন।<ref name="TestDebut">{{cite web | url = http://www.cricketarchive.com/Archive/Scorecards/3/3605.html | title = England v Australia: Australia in England 1890 (1st Test) | publisher = CricketArchive | accessdate = 2008-03-24}}</ref> কিন্তু [[Australian cricket team in England in 1896|১৮৯৬]] সালে ইংল্যান্ড সফরের পূর্ব-পর্যন্ত দলে স্থায়ী আসন পাননি।<ref name="1896WCOTY">{{cite web
| year = 1897| url = http://content-www.cricinfo.com/wisdenalmanack/content/story/154849.html | title = Cricketer of the year – 1897: Hugh Trumble| work = [[Wisden Cricketers' Almanack]] – online archive| publisher = John Wisden & Co.| accessdate = 2008-04-05}}</ref> [[Australian cricket team in England in 1899|১৮৯৯]] সালে ইংল্যান্ড সফরে ট্রাম্বল ১,১৮৩ রান ও ১৪২ উইকেট দখল করেন। কেবলমাত্র [[George Giffen|জর্জ গিফেন]] হাজার রান ও শত উইকেট লাভে ডাবল অর্জনে তাঁর সামনে ছিলেন।<ref name="Robinson">Robinson, pp. 88–94.</ref> [[জো ডার্লিং]] খামারের কাজে ব্যস্ত থাকায় ১৯০১-০২ মৌসুমে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব পান। ১৯০২ সালে ইংল্যান্ড সফরের পর ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু ১৯০৩-০৪ মৌসুমে তিনি পুণরায় দলে ফিরে আসেন। তাঁর খেলোয়াড়ী জীবনের শেষ টেস্টে নিজ শহর মেলবোর্নে দ্বিতীয় হ্যাট্রিক করেন।<ref name="6thHattrick">{{cite web| url = http://stats.cricinfo.com/ci/content/records/136977.html| title = Test matches: Hat-tricks| work =Cricinfo Records| publisher = Cricinfo| accessdate = 2008-05-03}}</ref>
 
== ব্যক্তিগত জীবন ==
[[National Australia Bank|ন্যাশনাল ব্যাংক অব অস্ট্রালেশিয়ায়]] কাজ করতেন তিনি। স্থানীয় শাখায় ব্যবস্থাপক হিসেবে থাকলেও ক্রিকেটের সাথে সখ্যতার কারণে ব্যাংকিং কার্যাবলীতে বিঘ্ন ঘটে। ১৯১১ সালে [[Melbourneমেলবোর্ন Cricketক্রিকেট Clubক্লাব|মেলবোর্ন ক্রিকেট ক্লাবের]] সচিব হন। [[মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড|মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের]] দর্শক ধারণ সক্ষমতা ৭০,০০০-এ রূপান্তর করেন। ৭১ বছর বয়সে হৃদক্রীয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণেরদেহাবসানের পূর্ব-পর্যন্ত এ পদে দায়িত্বে ছিলেন।
 
== তথ্যসূত্র ==
১১৩ নং লাইন:
{{s-ach|rec}}
{{succession box |
before= [[Johnny Briggs (cricketer)|জনি ব্রিগস]]|
title=[[টেস্ট ক্রিকেট রেকর্ডের তালিকা|বিশ্বরেকর্ড - সর্বাধিক টেস্ট উইকেট লাভ]] |
years= ৩২ টেস্টে ১৪১ উইকেট (২১.৭৮) <br> রেকর্ড ধারণ: ২ জানুয়ারি, ১৯০৪ - ১৩ ডিসেম্বর, ১৯১৩|