ঊর্ধ্ব অস্ট্রিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪১ নং লাইন:
 
==ইতিহাস==
আপার অস্ট্রিয়া দীর্ধকাল [[পুণ্য রোমাণরোমান সাম্রাজ্য|পুণ্য রোমাণরোমান সাম্রাজ্যের]] অন্যতম রাজ্য ডাচি অব স্টিরিয়ার অধীনে ছিল। ১৩শ শতক থেকেই ইন্স নদীর তীরে অবস্থিত অন্যতম বৃহৎ জনবসতি ছিল আপার অস্ট্রিয়ায়। তবে ‘আপার অস্ট্রিয়া’ নামটির প্রথম ব্যবহার ঘটে ১২৬৪ সালে।
১৪৯০ সালে পুণ্য রোমান সাম্রাজ্যের অধীনে থাকাকালে আপার অস্ট্রিয়া স্বায়ত্তশাসন লাভ করে। ১৫৫০ পর্যন্ত অঞ্চলটিতে প্রোটেসট্যান্টদের আধিক্য ছিল। ১৫৬৪ সালে লোয়ার অস্ট্রিয়া এবং বোহেমিয়ান অঞ্চলগুলোর সাথে আপার অস্ট্রিয়া পূণ্য রোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় ম্যাক্সিমিলানের শাসনে চলে যায়। ১৭শ শতকের প্রথমাংশে আপার অস্ট্রিয়া কয়েক বছর [[বাভারিয়া|বাভারিয়ার]] অধীনে ছিল।