মহান আলেকজান্ডার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৯০ নং লাইন:
=== পারস্য অভিযান ===
====এশিয়া মাইনর ====
{{further|গ্রানিকাসের যুদ্ধ|হ্যালিকার্নাস্যাসেরহালিকার্নাসসোসের অবরোধ|মাইলিটাসেরমিলেতোসের অবরোধ}}
৩৩৪ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়া ছাড়াও [[থ্রেস]], [[ইলিরিয়া]] ও [[পাইওনিয়া]] থেকে<ref>{{harvnb|Arrian|1976|loc=I, 11}}</ref> আনুমানিক ৪৮,১০০ পদাতিক, ৬,১০০ অশ্বারোহী ও ১২০টি জাহাজে ৩৮,০০০ নাবিক নিয়ে আলেকজান্ডারের বাহিনী [[হেলেস্পোন্ট]] পার করেন।<ref name="Roisman 2010 192"/> আলেকজান্ডার এশিয়ার মাটিতে একটি বল্লম ছুঁড়ে ঘোষণা করেন যে, তিনি দেবতাদের নিকট হতে এশিয়াকে উপহার হিসেবে গ্রহণ করেছেন।<ref name="Roisman 2010 192"/> ৮ই এপ্রিল [[গ্রানিকাসের যুদ্ধ|গ্রানিকাসের যুদ্ধে]] প্রাথমিক সাফল্যের পর আলেকজান্ডারের নিকট পারস্যের প্রাদেশিক রাজধানী [[সার্ডিসসার্দেয়িস]] আত্মসমর্পণ করে। এরপর তিনি [[ইওনিয়া|ইওনিয়ার]] তীর বরাবর বিভিন্ন শহরকে স্বায়ত্ত্বশাসন প্রদান করেন। পারস্য সেনাবাহিনীর অধিকৃত [[মাইলিটাসে]] শহরটি অধিকার করতে তাঁকে রণকুশলতার পরিচয় দিতে হয়। আরো দক্ষিণে [[হ্যালিকার্নাস্যাসহালিকার্নাসসোস|হ্যালিকার্নাস্যাসেহালিকার্নাসসোসে]] আলেকজান্ডার তাঁর প্রথম ব্যাপক অবরোধ পরিচালনা করেন ও ধীরে ধীরে পারস্য [[সত্রপ]] [[ওরোন্টোবাটেসওরোন্তোবাতেস]] ও [[রোডসের মেমনন]] সমুদ্রপথে পালিয়ে যেতে বাধ্য হন।<ref>{{harvnb|Arrian|1976|loc=I, 20–23}}</ref> আলেকজান্ডার [[কেয়ারিয়া|কেয়ারিয়ার]] শাসনভার [[কেয়ারিয়ার আডাআদা|আডারআদার]] ওপর ন্যস্ত করেন।<ref name="Arrian 1976 loc=I, 23">{{harvnb|Arrian|1976|loc=I, 23}}</ref>
 
[[হ্যালিকার্নাস্যাসহালিকার্নাসসোস]] হতে আলেকজান্ডার পাহাড়ী [[লাইসিয়ালাইকিয়া]] এবং [[প্যামফিলিয়া|প্যামফিলিয়ার]] সমতল ভূমি বরাবর চলতে থেকে সকল উপকূলীয় শহর দখল করেন। [[প্যামফাইলিয়া]] থেকে সামনে আর কোন গুরুত্বপূর্ণ বন্দর না থাকায় আলেকজান্ডার ভূমির দিকে অভিযান শুরু করেন। [[টারমেসোসতের্মেসসোস|টারমেসোসেতের্মেসোসে]] আলেকজান্ডার [[পিসিডিয়াপিসিদিয়া]] দখল করলেও তেমন ধ্বংসযজ্ঞ করেন নাই।<ref>{{harvnb|Arrian|1976|loc=I, 27–28}}</ref> প্রাচীন ফিজিয়ার রাজধানী [[গর্ডিয়ামগর্দিওন|গর্ডিয়ামেগর্দিওনে]] পৌঁছলে আলেকজান্ডার [[গর্ডিয়ারগর্দিওনের গিঁট|একটি অসমাধেয় গিঁট]] খোলেন, যা একমাত্র এশিয়ার শাসকের দ্বারাই করা সম্ভব বলে প্রবাদ প্রচলিত ছিল।<ref>{{harvnb|Arrian|1976|loc=I, 3}}</ref> কথিত আছে। এই গিঁটটি তিনি তাঁর তলোয়ার দিয়ে কেটে ফেলেন।<ref>{{harvnb|Green|2007|p=351}}</ref>
 
====লেভ্যান্ট ও সিরিয়া====
{{further|ইসাসের যুদ্ধ|টায়ারেরতায়ারের অবরোধ (৩৩২ খ্রিস্টপূর্বাব্দ)}}
[[File:Napoli BW 2013-05-16 16-25-06 1 DxO.jpg|thumb|নেপলস প্রত্নতাত্ত্বিক সংগ্রহালয়ে রক্ষিত ইসাসের যুদ্ধের চিত্র]]
৩৩৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার তাঁর সেনাবাহিনী নিয়ে টরাস হতে সিসিলিয়া পৌঁছন। দীর্ঘ সময় অসুস্থ থাকার পর তিনি [[প্রাচীন সিরিয়া|সিরিয়ার]] দিকে রওনা হন। [[তৃতীয় দারিয়ুস|তৃতীয় দারিয়ুসের]] বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হতে না চেয়ে তিনি সিসিলিয়া ফিরে আসেন এবং [[ইসাসের যুদ্ধ|ইসাসের যুদ্ধে]] [[তৃতীয় দারিয়ুস|তৃতীয় দারিয়ুসকে]] পরাজিত করেন। যুদ্ধক্ষেত্র থেকে [[তৃতীয় দারিয়ুস]] তাঁর মাতা [[সিসিগম্বিস]], স্ত্রী, দুই কন্যা এবং ব্যক্তিগত সম্পদের বেশির ভাগ ফেলে নিজের প্রাণ বাচিয়ে পালিয়ে যান।<ref>{{harvnb|Arrian|1976|loc=I, 11–12}}</ref> দারিয়ুস আলেকজান্ডারকে একটি সান্তি চুক্তি প্রেরণ করেন, যেখানে তিনি তাঁর হৃত জমি ও তাঁর পরিবারের মুক্তিপণ হিসেবে ১০,০০০ মুদ্রা প্রদানের কথা বলেন, কিন্তু আলেকজান্ডার নিজেকে এশিয়ার অধিপতি ঘোষণা করে তাঁর এই প্রস্তাব নাকচ করে দেন। এরপর আলেকজান্ডার [[প্রাচীন সিরিয়া|সিরিয়া]] ও [[লেভ্যান্ট|লেভ্যান্টের]] উপকূল বরাবর যাত্রা করে<ref name="Arrian 1976 loc=I, 23"/> ৩৩২ খ্রিস্টপূর্বাব্দে [[টায়ারতায়ার, লেবানন)|টায়ারতায়ার]] [[টায়ারেরতায়ারের অবরোধ (৩৩২ খ্রিস্টপূর্বাব্দ)|অবরোধ]] করে বহুকষ্টে শহরটি দখল করতে সক্ষম হন।<ref>{{harvnb|Arrian|1976|loc=II, 16–24}}</ref><ref>{{harvnb|Gunther|2007|p=84}}</ref> তিনি শহরের কর্মক্ষম সকল পুরুষকে হত্যা করে নারী ও শিশুদের দাস হিসেবে বিক্রি করে দেন।<ref>{{harvnb|Sabin|van Wees|Whitby|2007|p=396}}</ref>
 
==== মিশর ====
{{further|গাজা অবরোধ}}
[[File:Name of Alexander the Great in Hieroglyphs circa 330 BCE.jpg|thumb|লুভর সংগ্রহালয়ে সংরক্ষিত প্রাচীন হায়ারোগ্লিফ লিপিতে লিখিত আলেকজান্ডারের নাম]]
[[টায়ারতায়ার, লেবানন|টায়ারতায়ার]] ধ্বংস করার পর মিশর অভিমুখী অধিকাংশ শহর দ্রুত সমর্পণ করে। আলেকজান্ডার [[জেরুজালেম]] শহরের কোন ক্ষতি না করে দক্ষিণে মিশরের দিকে যাত্রা করেন।<ref>Josephus, [[Antiquities of the Jews|Jewish Antiquities]], XI, 337 [http://lexundria.com/j_aj/11.304-12.0/wst viii, 5]</ref> কিন্তু [[গাজা নগরী|গাজা]] শহরে তাঁকে প্রচন্ড বাঁধার সম্মুখীন হতে হয়। পাহাড়ের ওপর অবস্থিত সুরক্ষিত এই শহর অধিকার করতে তিনবার চেষ্টা করে সফল হলেও আলেকজান্ডার তাঁর কাঁধে গুরুতর ভাবে আহত হন।<ref>{{harvnb|Arrian|1976|loc=II, 26}}</ref> টায়ারের মতোই [[গাজা নগরী|গাজা]] শহরের সকল কর্মক্ষম পুরুষদের হত্যা করে নারী ও শিশুদের দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়।<ref>{{harvnb|Arrian|1976|loc=II, 26–27}}</ref>
 
৩৩২ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মিশর অভিমুখে যাত্রা করলে তাঁকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানানো হয়।<ref>{{harvnb|Ring|Salkin|Berney|Schellinger|1994|pp=49, 320}}</ref> [[প্রাচীন লিবিয়া|লিবিয়ার]] মরুভূমিতে [[সিওয়া মরুদ্যান|সিওয়া মরুদ্যানে]] তাঁকে দেবতা [[আমুন|আমুনের]] পুত্র হিসেবে ঘোষণা করা হয়। আলেকজান্ডারের স্বর্গীয় ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে মুদ্রায় তাঁর প্রতিচ্ছবিতে তাঁর মাথায় ভেড়ার শিং থাকত।<ref>{{harvnb|Dahmen|2007|pp=10–11}}</ref> মিশরে থাকার সময় তিনি [[আলেকজান্দ্রিয়া]] প্রতিষ্ঠা করেন।<ref>{{harvnb|Arrian|1976|loc=III, 1}}</ref>
 
==== ব্যাবিলন ====
{{further|গগ্যামিলারগাউগামেলার যুদ্ধ}}
৩৩১ খ্রিস্টপূর্বাব্দে মিশর ত্যাগ করে আলেকজান্ডার পূর্বে [[মেসোপটেমিয়া]] অভিমুখে যাত্রা করে [[গগ্যামিলারগাউগামেলার যুদ্ধ|গগ্যামিলারগাউগামেলার যুদ্ধে]] [[তৃতীয় দারিয়ুস|তৃতীয় দারিয়ুসকে]] পরাজিত করেন।<ref>{{harvnb|Arrian|1976|loc=III 7–15}}</ref> যুদ্ধক্ষেত্র থেকে দারিয়ুস আবার পলায়ন করলে আলেকজান্ডার তাকে [[অর্বিল|আরবেলা]] পর্যন্ত ধাওয়া করেন। [[গগ্যামিলারগাউগামেলার যুদ্ধ]] উভয় প্রতিপক্ষের মধ্যে অন্তিম যুদ্ধ ছিল। [[তৃতীয় দারিয়ুস]] [[ইকবাটানাহাইগমতান]] পাহাড়ে আশ্রয় নিলে আলেকজান্ডার [[ব্যাবিলন]] অধিকার করেন।<ref name=AIII16/>
 
==== পারস্য ====