মহান আলেকজান্ডার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৭ নং লাইন:
[[File:AlexanderTheGreat Bust.jpg|thumb|left|ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত কিশোর আলেকজান্ডারের মূর্তি]]
 
আলেকজান্ডার ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক মাস [[Hekatombaion|হেকাতোম্বাইওনের]] ষষ্ঠ দিনে বা ২০শে জুলাই<ref>{{cite web | url= http://www.livius.org/aj-al/alexander/alexander_t32.html#7 |title=The birth of Alexander the Great | work = Livius | quote = Alexander was born the sixth of [[Attic calendar|Hekatombaion]]. | accessdate = 16 December 2011}}</ref> [[ম্যাসিডন]] রাজ্যের [[পেল্লা]] নামক স্থানে জন্মগ্রহণ করেন।<ref>{{citation |title = Alexander of Macedon, 356–323 B.C.: a historical biography |series= Hellenistic culture and society | first = Peter | last = Green |edition= illustrated, revised reprint |publisher= University of California Press |year = 1970 |isbn= 978-0-520-07165-0 |page= xxxiii |url= https://books.google.com/books?id=g6Wl4AKGQkIC&pg=PA559&dq=alexander+the+great+356+OR+355&sa=X&ei=h78uT-uaFYSzhAe436jsCg&ved=0CF8Q6AEwCDgK#v=onepage&q=356&f=false | quote = 356 – Alexander born in Pella. The exact date is not known, but probably either 20 or 26 July.}}</ref> তিনি ম্যাসিডনের রাজা [[ম্যাসিডনের দ্বিতীয় ফিলিপ|দ্বিতীয় ফিলিপ]] ও তাঁর চতুর্থ স্ত্রী [[অলিম্পিয়াস|অলিম্পিয়াসের]] পুত্র ছিলেন। <ref name = N10-M /><ref name= "Renault, p. 28"/><ref name= durant538>{{harvnb|Durant|1966|p=538}}</ref> [[ম্যাসিডনের দ্বিতীয় ফিলিপ|দ্বিতীয় ফিলিপের]] সাত বা আটজন পত্নী থাকলেও আলেকজান্ডারের জন্মদাত্রী হওয়ার কারণে [[অলিম্পিয়াস]] ফিলিপের প্রধানা পত্নী ছিলেন।{{Sfn |Roisman|Worthington | 2010 | p= 171}}
 
আলেকজান্ডারের জন্ম নিয়ে বেশ কিছু কল্পকথা প্রচলিত রয়েছে।<ref name = "Roisman 2010 188">{{harvnb |Roisman|Worthington|2010|p=188}}</ref> গ্রিক জীবনীকার [[প্লুতার্ক|প্লুতার্কের]] রচনানুসারে, [[ম্যাসিডনের দ্বিতীয় ফিলিপ|ফিলিপের]] সঙ্গে বিবাহের দিনে [[অলিম্পিয়াস|অলিম্পিয়াসের]] গর্ভে বজ্রপাত হয়। বিবাহের কয়েকদিন পর [[ম্যাসিডনের দ্বিতীয় ফিলিপ|ফিলিপ]] একটি স্বপ্নে দেখেন যে, [[অলিম্পিয়াস|অলিম্পিয়াসের]] যোনিদ্বার সিংহের ছাপযুক্ত একটি শীলমোহর দ্বারা বন্ধ অবস্থায় রয়েছে। [[প্লুতার্ক]] এই সমস্ত অলৌকিক ঘটনার বেশ কিছু ব্যাখ্যা দেন এই ভাবে যে, [[অলিম্পিয়াস]] বিবাহের পূর্ব হতেই গর্ভবতী ছিলেন এবং আলেকজান্ডার [[জিউস|জিউসের]] সন্তান ছিলেন। যদিও ঐতিহাসিক ইতিহাসবেত্তাদের মতে, উচ্চাকাঙ্খী [[অলিম্পিয়াস]] আলেকজান্ডারের ঐশ্বরিক পিতৃত্বের কাহিনী প্রচলিত করেন।<ref name=PA2 /> আলেকজান্ডারের জন্মের দিন ফিলিপ [[পটিডিয়া]] অবরোধের পরিকল্পনা করছিলেন। সেই দিনই তিনি তাঁর সেনাপতি [[পার্মেনিয়ন]] দ্বারা [[ইলিরিয়া]] ও [[পীওনিয়া]] রাজ্যের সেনাবাহিনীর পরাজয়ের এবং [[Ancient Olympic Games|অলিম্পিক গেমসে]] তাঁর অশ্বের জয়লাভের সংবাদ লাভ করেন। কথিত যে, আলেকজান্ডারের জন্মদিবসের [[Seven Wonders of the Ancient World|প্রাচীন বিশ্বের অন্যতম আশ্চর্য]] হিসেবে পরিগণিত [[আর্তেমিসের মন্দির]] ভস্মীভূত হয়। [[আর্তেমিস]] আলেকজান্ডার জন্ম উদযাপন করতে যাওয়ায় এই ঘটনা ঘটে বলে কল্পকাহিনী প্রচলিত হয়।<ref name= "Renault, p. 28" /><ref name= P21-B /> আলেকজান্ডারকে অতিমানবিক ও মহান কার্য্যের জন্য নির্দিষ্ট হিসেবে দেখানোর উদ্দেশ্যে তাঁর সিংহাসনলাভের পর এই সমস্ত অলৌকিক কাহিনীর প্রচলন করা হয় বলে মনে করা হয়ে থাকে।<ref name="Roisman 2010 188" />