ইংল্যান্ডের প্রথম হেনরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৩ নং লাইন:
===মৃত্যু, ১১৩৫===
[[File:Henry I - British Library Royal 20 A ii f6v (detail).jpg|thumb|left|alt=Picture of Henry|১৪ শতকের গোড়ার দিকে চিত্রাঙ্কন,পুত্রের মৃত্যুতে শোকগ্রস্ত হেনরি]]
হেনরি, মাটিল্ডা, এবং জিওফ্রের মধ্যে সম্পর্ক রাজার অন্তিম বছরগুলোতে উত্তরোত্তর টানাপোড়েনের মধ্যে কাটে .মাটিল্ডা এবং জিওফ্রে , ইংল্যান্ডের প্রকৃত সমর্থনের ঘাটতির সন্দেহপ্রকাশ করছিলেন। ১৯৩৫ এ তাঁরা হেনরিকে তাঁর জীবিত অবস্থাতেই নোরমান্ডির রাজ দুর্গটিকে মাটিল্ডাকে হস্তান্তর করতে আহ্বান জানান।, এবং নর্মান কৌলীন্য শপথ করে যে তার দ্রুত আনুগত্য স্বীকার করবে.<ref>{{harvnb|King|2010|pp=38–39}}</ref>হেনরি রাগতভাবে তেমনটা করতে বিরোধ করলেন,সম্ভবত এট গুরুত্ব না দিয়ে যে জিওফ্রে নরমান্ডিতে ক্ষমতা বাজেয়াপ্ত করতে পারে <ref>{{harvnb|Green|2009|pp=216–217}}; {{harvnb|King|2010|p=38}}; {{harvnb|Crouch|2008|p=162}}</ref> দক্ষিণের ব্যারনদের মধ্যে [[তৃতীয় উইলিয়াম, পনথিউ এর কাউন্ট।উইলিয়ামজমিদার।|উইলিয়াম]],[[পনথিউ এর কাউন্টজমিদার]] এর নেতৃত্বে একটি নতুন বিদ্রোহ দেখা দিল ,যেখানে যেখানে জিওফ্রে ও মাতিলডা বিদ্রোহীদের সমর্থনে হস্তক্ষেপ করছিলেন। <ref>{{harvnb|Barlow|1999|p=162}}; {{harvnb|Hollister|2003|p=467}}</ref>
হেনরি ১১৩৫ এ মারা যান. <ref>Detlev Schwennicke, Europaische Stammtafeln, Neue Folge (Marburg, Germany: A. Stargardt, 1984), Band II, Tafel 81</ref> তিনি তখন নরমান্ডিতে কন্যা ও নাতি,নাত্নিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর কন্যা মাতিল্ডা এবং তাঁর ভাইপো ,স্টিফেন ইংল্যান্ডের রাজা কে হবে এই নিয়ে ঝগড়া করেন এবং একটি অরাজকতার গৃহযুদ্ধ শুরু হয়।