ম্যাসিডনের দ্বিতীয় পেরদিক্কাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৫ নং লাইন:
 
== এথেন্সের সঙ্গে বিবাদ ==
৪৩৪ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় পেরদিক্কাসের কনিষ্ঠ ভ্রাতা ফিলিপ [[এথেন্স|এথেন্সের]] সমর্থন লাভ করে [[ম্যাসিডন|ম্যাসিডনের]] সিংহাসনের দাবী জানাতে থাকেন। [[এথেন্স|এথেন্সের]] ওপর প্রতিশোধ নেওয়ার জন্য [[পতিদিয়া]] সহ [[এথেন্স|এথেন্সের]] বেশ কিছু সামন্ত শহরের অধিবনাসীদের মধ্যে বিদ্রোহের সূচনা করেন। এর প্রত্যুত্তরে [[এথেন্স]] [[ম্যাসিডন|ম্যাসিডনের]] বিরুদ্ধে ১০০০ জন সৈন্য ও ৩০টি রণতরী প্রেরণ করে [[থের্মা]] শহরটি দখল করে নেয়। তাঁরা আরো ২০০০ জন সৈন্য ও ৪০টি রণতরী নিয়ে [[পুদনা]] শহরটি দখল করতে গেলে [[করিন্থ]] শহর থেকে ২০০০ জন সৈন্যের একটি দল [[পতিদিয়া]] আক্রমণের উদ্দেশ্যে রওনা হয়। এই নতুন বিপদ থেকে উদ্ধার পেতে [[এথেন্স]] দ্বিতীয় পেরদিক্কাসের সঙ্গে মৈত্রীচুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়, কিন্তু পেরদিক্কাস দ্রুত এই চুক্তি ভেঙে [[পতিদিয়া|পতিদিয়ার]] দিকে যাত্রা করেন। যাই হোক, এই যুদ্ধে [[এথেন্স]] জয়লাভ করে।করে এবং পরবর্তী বছরগুলিতে [[ম্যাসিডন]] গ্রীক শহরগুলির মধ্যে সংগঠিত [[পেলোপোনেসীয় যুদ্ধ|পেলোপোনেসীয় যুদ্ধে]] জড়িয়ে পড়ে।
 
৪৩১ খ্রিস্টপূর্বাব্দে নিম্ফোদোরাস নামক একজন এথেনীয় নারী [[থ্রেস|থ্রেসের]] রাজা [[সিতালকেস|সিতালকেসের]] সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে [[থ্রেস]] ও [[এথেন্স]] পরস্পরের সঙ্গে মৈত্রীচুক্তিতে আবদ্ধ হয়। নিম্ফোদোরাসের মধ্যস্থতায় [[এথেন্স]] ও দ্বিতীয় পেরদিক্কাসের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। এর ফলে [[থের্মা]] পুনরায় ম্যাসিডনের অন্তর্ভুক্ত হয়, ফিলিপের ওপর থেকে [[এথেন্স]] তাঁদের সমর্থন সরিয়ে দেয় এবং [[থ্রেস]] ফিলিপকে গ্রেপ্তার করার জন্য তাদের সহায়তার প্রতিশ্রুতি দেয়।