সেবা প্রকাশনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jh masum (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Jh masum-এর সম্পাদিত সংস্করণ হতে Ibrahim Husain Meraj-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১ নং লাইন:
{{unref}}
[[চিত্র:Sheba Prokashoni 2010.jpg|right|thumb|একুশে বই মেলায় সেবা প্রকাশনীর দোকান, ২০১০]]
'''সেবা প্রকাশনী''' বাংলাদেশের একটি সুপরিচিত প্রকাশনা সংস্থা। এটির প্রতিষ্ঠাতা [[বাংলা ভাষা|বাংলা ভাষার]] অন্যতম রহস্য-ঔপন্যাসিক [[কাজী আনোয়ার হোসেন]]। সেবা প্রকাশনী প্রতিষ্ঠিত হয় [[১৯৬৩]] খ্রিষ্টাব্দের [[মে]] মাসে।{{সত্যতা}} [[ঝিনুক পুস্তিকা|ঝিনুক পুস্তিকার]] পর [[পেপারব্যাক]] সাহিত্যের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ সৃষ্টির ব্যাপারে সেবা প্রকাশনী অগ্রণী ভূমিকা পালন করে।<ref name="Sheba and those Early Reading Years">{{cite news | title=Sheba and those Early Reading Years | url=http://archive.thedailystar.net/beta2/news/sheba-and-those-early-reading-years/ | accessdate=June 28, 2013 | newspaper=The Daily Star}}</ref> স্বয়ং [[হুমায়ূন আহমেদ]]ও এই প্রকাশনীতে লিখেছেন। তাঁর রচিত উপন্যাসের মধ্যে ''অমানুষ'' অন্যতম।
 
== নামকরণ ==
৮ নং লাইন:
== প্রকাশিত গ্রন্থামালাসমূহ ==
=== কুয়াশা সিরিজ ===
এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সিরিজ বা গ্রন্থমালা। [[১৯৬৪]] খ্রিস্টাব্দে প্রকাশনা শুরু হয়। লেখক কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী প্রকাশিত প্রথম বই কুয়াশা-১। এই সিরিজ বর্তমানে বন্ধ।
এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সিরিজ বা গ্রন্থমালা। [[১৯৬৪]] খ্রিস্টাব্দে প্রকাশনা শুরু হয়। লেখক কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী প্রকাশিত প্রথম বই কুয়াশা-১। এই সিরিজ বর্তমানে বন্ধ।কুয়াশা, আসল নাম ড. মনসুর আলি । বাংলাদেশের তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ও আবিষ্কারকদের একজন । তার মত ক্ষুরধার বুদ্ধির আর ফিজিক্যালি ও সাইকোলজিক্যালি পাওয়ারফুল মানুষ খুব কমই আছে । বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্টের ফান্ডিং-এর জন্য বিভিন্ন অসৎ রাস্তা অবলম্বন করা এবং সবসময় এক্সপেরিমেন্ট-সংক্রান্ত আইনের বিধিনিষেধের গন্ডির মধ্যে আবদ্ধ না থাকার দরুন সে বাংলাদেশের তথা পৃথিবীর সবচেয়ে বড় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের একজন (think Masud Rana's arch-nemesis Kabir Choudhury but NOT as a bad guy) । বাংলাদেশের সবচেয়ে নামকরা তুখোড় গোয়েন্দা শহীদ খানের সাথে এই কারণেই বিভিন্ন কেইসে কুয়াশার সাথে ঠোকাঠুকি লাগে, তবে তারা একে অপরের শত্রু নয়, অনেকটা বন্ধুর মতই যারা আইনের এপার-ওপারের মানুষ । শহীদ খানের স্ত্রী মহুয়া হল কুয়াশার ছোট বোন (কুয়াশা-১ দ্রষ্টব্য), আর শহীদ খানের পার্টনার ইন ইনভেস্টিগেশন হল আশৈশব বন্ধু কামাল আহমেদ। পুলিশ বিভাগের দুঁদে গোয়েন্দা অফিসার মি. সিম্পসন-এর সবচেয়ে বড় শত্রু হল কুয়াশা, যে যেকোন মূল্যে কুয়াশাকে ধরতে বদ্ধপরিকর, কিন্তু প্রতিটা কাহিনীতেই শেষে কুয়াশা অতীব-ইনজিনিয়াস পদ্ধতিতে বুদ্ধিমত্তার সাথে পুলিশকে বোকা বানিয়ে নিজের উদ্দেশ্য জয় করে ফেলে । প্রায় সমস্ত কাহিনীই হল বিভিন্ন রহস্য নিয়ে বেশির ভাগ সময় হয় শহীদ খানের নয়তো কুয়াশার দৃষ্টিকোণ থেকে, অথবা কোন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট-সংক্রান্ত ব্যাপার নিয়ে যেখানে অতি অতি ডেঞ্জারাস ও সাইকোটিক সব সায়েন্টিস্ট / ক্রিমিনাল ইত্যাদিদের ঠেকানোর জন্য কুয়াশা-শহীদ একসাথে কাজ করে । প্লেইন অ্যাণ্ড সিম্পল, কুয়াশা হল একজন পার্ফেক্ট এন্টি-হিরো, আর তার এমনই ব্যাক্তিত্ব ও ক্ষমতা যে পারলে সে মাসুদ রানাকেও পকেটে ভরে রাখে! (ok that was a joke, but still not much of a stretch ) কুয়াশা সিরিজে মিস্ট্রি-সায়েন্স ফিকশন-অ্যাডভেঞ্চার-অ্যাকশন-থ্রিলার-ক্রিয়েচার ফিচার-সাইকোপ্যাথ কোন কিছুরই অভাব নাই। দ্য পার্ফেক্ট ফুলটুস এন্টারটেইনমেন্ট!
 
=== মাসুদ রানা সিরিজ ===