বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন আলাপের অনুচ্ছেদ: হাজী আস্বীন মুনসেফ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎হাজী আস্বীন মুনসেফ: হাজী আস্বীন মুনসেফ একজন বিখ্যাত সমাজ সেবক ছিলেন কিন্তু তাঁর ইতিহাস আজ প্র...
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩০ নং লাইন:
== হাজী আস্বীন মুনসেফ ==
 
হাজী আস্বীন মুনসেফ সাহেব সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন রফিনগর গ্রামে ১৮০১ সালে(আনুমানিক)জন্ম গ্রহণ করেন।তিনি ১৮৪৫ সালে "মুনসেফ" পদ লাভ করেন এবং আমৃত্যু তিনি এ পদেই সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন গ্রামের কর্তা,নেতা,তাঁকে ব্যতীত তখনকার সময়ে গ্রামের কোন মিঠিং- বৈঠক হতনা।গ্রামের মানুষ তাঁকে খুব শ্রদ্ধা- ভক্তি করতো।সবাই তাঁকে মুনসেফ বলে ডাকতো তখনকার সময়ে তাঁর প্রভাব- প্রতিপত্তির জ্বলন্ত উদাহরণ হলো এই যে,-- যখন গ্রামের কোন গোত্র অন্য গোত্রেরর সাথে ঝগড়াবিবাদ করতো তখন অধিকতর দুর্বল দলটি সবল দলের আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য একথা বলতেবলতো যে -- "আস্বীন মুনসেফের দোহাই"। আর তখন প্রথা ছিল যে, আস্বীন মুনসেফের দোহাই দিলে দুর্বল দলটিকে আর আক্রমন করা যাবেনা।আর এই প্রথাটি ছিল সর্বজন স্বীকৃত যদিও তা বর্তমান প্রজন্মের অজানা বিষয়। [[ব্যবহারকারী:ইয়াসিন মুনসেফ|ইয়াসিন মুনসেফ]] ([[ব্যবহারকারী আলাপ:ইয়াসিন মুনসেফ#top|আলাপ]]) ০৫:২১, ৩০ জুলাই ২০১৫ (ইউটিসি)