ইউনিকোড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Babaisarkar2 (আলোচনা | অবদান)
→‎ইউনিকোডের গঠন ইউনিকোড কী?: হুবহু প্রতিলিপিকৃত তথ্য বাদ দিয়েছি । নতুন তথ্য য‌োগ করলাম ।
Babaisarkar2 (আলোচনা | অবদান)
→‎ইউনিকোডের গঠন ইউনিকোড কী?: নতুন তথ্য যোগ করলাম ।
১৬ নং লাইন:
১৯৮৯ সালে মেটাফোর (Metaphor)-এর কেন হুইস্লার (Ken Whistler) এবং মাইক কার্নাগান (Mike Kernaghan), আর.এল.জি (RLG)-এর ক্যারেন স্মিথ-ইয়োশিমুরা (Karen Smith-Yoshimura) ও জোয়ান আলিপ্র্যান্ড (Joan Aliprand) এবং সান মাইক্রোসিস্টেমস্ (Sun Microsystems)-এর গ্লেন্ রাইট (Glenn Wright) ইউনিকোডের গ্রুপে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯০ সালে মাইক্রোসফ্ট (Microsoft)-এর মিচেল সুইগনার্ড (Michel Suignard) ও অ্যাস্মাস ফ্রেইট্যাগ (Asmus Freytag) এবং NeXT এর রিক ম্যাকগোয়ান (Rick McGowan) যোগদান করেন। ১৯৯০ সালের শেষের দিকে ইউনিকোডের খসড়া প্রস্তাবনা সম্পন্ন হয়। ১৯৯১ এর অক্টবরে ইউনিকোডের প্রথম খন্ড প্রকাশিত হয়। ১৯৯২ সালের জুনে ইউনিকোডের দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়।
 
== ইউনিকোডের গঠন<ref>[http://www.unicode.org/standard/WhatIsUnicode.html ইউনিকোড কী?]</ref> ==
বুলীয় বীজগণিতের নিয়মে গণনা করায় কম্পিউটার কেবলমাত্র শূন্য বা ০ বা অফ এবং এক বা ১ বা অন এই দুটি অবস্থা বোঝে । এক-একটি সংখ্যাকে বোঝানোর জন্য কম্পিউটারে ০ এবং ১ এর বিভিন্ন ক্রম ব্যবহার করা হয় । কম্পিউটারে লিপি বা অন্যান্য অক্ষর সংরক্ষিত হয় সেই অক্ষরগুলির প্রতিটির জন্য ০ ও ১-এর অদ্বিতীয় একটি ক্রম দিয়ে<ref>[http://techterms.com/definition/characterencoding Character Encoding]</ref> । একটি বর্ণ সংকেতায়ন ব্যবহ্থা এরূপ একটি অদ্বিতীয় ক্রমের সঙ্গে একটি অক্ষরকে সংযুক্ত করে । এই সমস্ত ক্রমগুলিকে একত্রে বলা হয় ''কোডস্পেস্''<ref name="glossary">[http://unicode.org/glossary/ ইউনিকোডের পরিভাষা সূচী]</ref> এবং কোডস্পেসের অন্তর্ভুক্ত প্রত্যেকটি ক্রমকে ''ক‌োড পয়েন্ট'' বলা হয়<ref name="glossary"/> । কম্পিউটারে ব্যবহারের জন্য একাধিক বর্ণসংকেতায়ন ব্যবস্থা রয়েছে । প্রত্যেকটি অক্ষরের জন্য বিভিন্ন বর্ণসংকেতায়ন ব্যবস্থায় ওই অদ্বিতীয় সংখ্যার মান ভিন্ন হওয়ায় তথ্য আদানপ্রদানে অসুবিধা দেখা দেয় । ইউনিকোডইউনিকোডে প্রত্যেকটি পরিচিত অক্ষরের জন্য একটি করে কোডপয়েন্ট বরাদ্দ করেকরা হয় এবং প্রত্যেকটি কোডপয়েন্টকে একটি অদ্বিতীয় [[w:Hexadecimal|ষষ্ঠদশনিধান]] বিশিষ্ট পূর্ণসংখ্য দ্বারা চিহ্নিত করেকরা হয় "U+" এর পর কোডপয়েন্টটির ষষ্ঠদশনিধান বিশিষ্ট সংখ্যাটিকে লিখে কোডপয়েন্টটিকে চিহ্নিত করা হয় । ইউনিকোডে বর্তমানে ১১,১৪,১১২ সংখ্যক ক‌োডপয়েন্ট রয়েছে, যেগুলিকে 0<sub>16</sub> থেকে 10FFFF<sub>16</sub> পর্যন্ত সংখ্যগুলি দ্বারা চিহ্নিত করা হয়<ref name="glossary"/> । যদিও প্রত্যেকটি কোডপয়েন্ট লিখনযোগ্য অক্ষরকে নির্দেশ করে না । উদাহরণস্বরূপ, U+200F কোডপয়েন্টটি Zero Width Non-Joiner অক্ষরটিকে চিহ্নিত করে, যেটিকে মুদ্রিত করা বা কম্পিউটারের মনিটরে দেখানো সম্ভব নয়
 
== ইউনিকোডে অন্তর্ভুক্ত লিপিসমূহ ==