দেবকী বসু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১ নং লাইন:
'''দেবকী বসু''' ({{lang-en|Debaki Bose}}) (১৮৯৮ - ১৯৭১ ), যিনি দেবকী কুমার বসু নামেও পরিচিত, [[বাংলা চলচ্চিত্র|বাংলা চলচ্চিত্রের]] শীর্ষ পরিচালক, লেখক, অভিনেতা ছিলেন। তিনি ২৫ নভেম্বর, ১৮৯৮ সালে আকালপৌষ, [[বর্ধমান]], [[বঙ্গ|বাংলা]], [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতে]] জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ১৭ নভেম্বর, [[কলকাতা]], [[পশ্চিমবঙ্গ]], ভারতে মারা যান। তিনি ভারতীয় সিনেমায় শব্দ এবং সঙ্গীতের উদ্ভাবনী ব্যবহারের জন্য সুপরিচিত। তিনি প্রথমে [[ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী|ধীরেন্দ্রনাথ গাঙ্গুলীর]] [[ধীরেন্দ্রনাথ_গাঙ্গুলীধীরেন্দ্রনাথ গাঙ্গুলী#ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস|ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মসের]] অধীনে কাজ শুরু করেন এবং পরে [[প্রমথেশ চন্দ্র বরুয়া|প্রমথেশ বরুয়ার]] বরুয়া ফিল্মস এবং সবশেষে ১৯৩২ সালে তিনি [[নিউ থিয়েটার্স]] -এ যোগ দেন। তিনি ১৯৪৫ সালে নিজের প্রযোজনা সংস্থা খোলেন, যার নাম দেবকী প্রোডাকশন্স।
 
==প্রাথমিক জীবন==
দেবকী বসু বর্ধমানের এক নামকরা উকিলের সন্তান। [[মোহনদাস করমচাঁদ গান্ধী| মহাত্মা গান্ধীর]] [[অসহযোগ আন্দোলন|অসহযোগ আন্দোলনে]] উৎসাহিত হয়ে তিনি পরীক্ষায় ফেল করেন এবং নিজের মোটও করে জীবন শুরু করেন। তিনি স্থানীয় বাজারে তোয়ালের দোকান দেন। এবং স্থানীয় সাপাহিক পত্রিকা ''শক্তি''র সম্পাদকও ছিলেন। কলকাতার খ্যাতিমান পরিচালক [[ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী]] বর্ধমান এসে দেবকীর লেখনী শক্তির কথা জেনে তার সাথে দেখা করেন এবং টাকে কলকাতা এসে সিনেমার স্ক্রিপ্ট লেখার আহবান জানান। ''কামনার আগুণ''র নামে তার লেখা কাহিনী ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মসের এই চলচ্চিত্রটি চরম সাফল্য লাভ করে।<ref>[http://www.bfjaawards.com/archives/articles/198801.htm An article from BFJA website]</ref>
 
==উল্লেখযোগ্য সাফল্য==
* দেবকী বসু তার সময়ে সেরা ভারতীয় চলচ্চিত্র পরিচালক ছিলেন। তার সময়ে, অনেক বাংলা সিনেমা [[হিন্দি]] এমনকি [[মারাঠি]] এবং [[তামিল]] ভাষায় মুক্তি পেয়েছিল।
* ''চণ্ডিদাস''(১৯৩২), তার পরিচালি চলচ্চিত্রে প্রথম নেপথ্য সঙ্গীত যুক্ত হয়, সঙ্গীত পরিচালক ছিলেন [[রাইচাঁদ বড়াল]], যিনি আর.সি. বড়াল নামেও পরিচিত।
* ''[[সীতা (১৯৩৪ চলচ্চিত্র)|সীতা]]'' (১৯৩৪), [[ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি|ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানির]] ব্যানারে নির্মিত চলচ্চিত্র, এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র, যেটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এটি [[ভেনিস চলচ্চিত্র উৎসব|ভেনিস চলচ্চিত্র উৎসবে]] প্রদর্শিত হয় এবং সন্মনমা ডিপ্লোমা লাভ করে। <ref>[http://imdb.com/title/tt0157008/awards IMDb page ]</ref> তিনি প্রথম ভারতীয় পরিচালক যিনি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।<ref>[http://www.tribuneindia.com/1999/99apr22/nation.htm News info from TribuneIndia.com]</ref>
* ''[[সাগর সঙ্গমে]]'' (১৯৫৯) [[বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব| ৯ম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে]] গোল্ডেন বিয়ার বিভাগে মনোনীত হয় (১৯৫৯)।<ref>[http://imdb.com/title/tt0156987/awards IMDb awards page for ''Sagar Sangamey'']</ref> এই চলচ্চিত্রটি ১৯৫৯ সালে [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার|৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] অনুষ্ঠানে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। <ref>{{cite web | url = http://iffi.nic.in/Dff2011/Frm6thNFAAward.aspx | title = State Awards for Films (6th) | publisher = [[Ministry of Information and Broadcasting (India)|Ministry of Information and Broadcasting]], Government of India | pages = 2, 4 | date = 28 April 1959 | accessdate = 2 December 2012}}</ref>
* ''অর্ঘ'' (১৯৬১) বিশেষ তথ্যচিত্র, পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] জন্ম বার্ষিকীতে।<ref>[http://imdb.com/title/tt0156298/trivia IMDb page on ''Arhghya'' trivia]</ref> এটি ববিন্দ্রনাথের ৪টি কবিতাঃ পূজারিণী, পুরাতন ভৃত্য, অভিসার এবং দুই বিঘা জমি-র অবলম্বনে তৈরি।
* তিনি ১৯৫৭ সালে ''সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার'' লাভ করেন।
৮৬ নং লাইন:
{{পশ্চিমবঙ্গের চলচ্চিত্র}}
{{Authority control}}
 
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
| NAME = Bose, Debaki