নগেন্দ্রশেখর চক্রবর্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা তৈরি করা হলও
 
সম্পাদনা সারাংশ নেই
৫ নং লাইন:
 
==বিপ্লবী কর্মকাণ্ড==
১৯১৫ সালের পরে একসময় [[যাদুগোপাল মুখোপাধ্যায়]] ও অন্যান্য কয়েকজন সহকর্মীর সংগে [[চীন|চীনের]] কাছ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনায় পর্বতসঙ্কুল সীমান্ত অঞ্চলে অশেষ ক্লেশে ২-৩ বছর কাটান। ১৯১৮ সালে দেশে ফেরার পর কিছুদিন জেলে অন্তরীণ থাকেন। ১৯২১ সালে [[গান্ধী]]জীর [[অসহযোগ আন্দোলন|অসহযোগ আন্দোলনে]] যোগ দিয়ে কারাবরণ করেন। দেশবন্ধু [[চিত্তরঞ্জন দাশ|চিত্তরঞ্জন দাশের]] আহ্বানে তারকেশ্বর ও [[নাগপুর]] সত্যাগ্রহে সক্রিয় ছিলেন। ১৯২৪-২৮ পর্যন্ত কারারুদ্ধ থাকেন। মুক্তিলাভের পর আবার বিপ্লবী আন্দোলন সংগঠনে মন দেন। এইসময় জ্ঞানাঞ্জন নিয়োগীর সংগে গ্রামাঞ্চলে ম্যাজিক লণ্ঠনে স্লাইড সহযোগে গ্রামবাসীদের স্বদেশীয়ানায় উদ্বুদ্ধ করেন। ১৯৩০ সালে [[চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন|চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের]] ঘটনার পর ময়মনসিংহে ধরা পড়ে ১৯৩৮ সালে ছাড়া পান। ১৯৪২ সালের আন্দোলনে আবার ধৃত হয়ে স্বাধীনতার আগ পর্যন্ত আটক থাকেন। কর্মী গঠনে ও কর্মী সংগ্রহে বিশেষ দক্ষ ছিলেন। ময়মনসিংহের বিপ্লবী মেয়েদের তিনিই সংগঠিত করেন। '''বিপ্লবী নিকেতন''' প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোক্তা ছিলেন।<ref name="সংসদ"/>
 
==সাধনা সমিতির অন্যান্য সদস্যবৃন্দ==