পার্থ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষ​য়বস্তু যোগ
৩৬ নং লাইন:
 
== ইতিহাস ==
১৮২৯ সালে [[James Stirling (Royal Navy officer)|ক্যাপ্টেন জেমস স্টার্লিং]] এ নগরের গোড়াপত্তন করেন। [[Swan River Colony|সোয়ান রিভার কলোনি]] নামে প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন তিনি। তৎকালীন ব্রিটিশ যুদ্ধ ও উপনিবেশ সংক্রান্ত্র মন্ত্রী [[George Murray (British Army officer)|স্যার জর্জ মুরের]] পরামর্শক্রমে [[স্কটল্যান্ড|স্কটল্যান্ডের]] [[Perth, Scotland|পার্থ]] এলাকার নাম অনুসারে পার্থের নামকরণ করা হয়। ১৮৫৬ সালে পার্থ নগরের মর্যাদা লাভ করে। উনবিংশঊনবিংশ শতকের শেষদিকে পশ্চিম অস্ট্রেলিয়ায় স্বর্ণপ্রাপ্তির প্রেক্ষিতে নগরের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এরফলে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় উপনিবেশ থেকে দলে দলে লোকের সমাগত হতে থাকে এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার জড়িত থাকার প্রেক্ষিতে [[Pacific War|প্রশান্ত মহাসাগরীয় রণাঙ্গনে]] [[সাবমেরিন]] ঘাঁটি পরিচালিত হতো।<ref>{{cite web|url=http://www.archives.uwa.edu.au/information_about/university_archives2/fact_sheet_index/the_catalina_base|title=The Catalina Base|publisher=The University of Western Australia, Archives and Records Management Services|accessdate=25 August 2013}}</ref> যুদ্ধের পর ব্রিটেন, গ্রিস, ইতালি এবং যুগোস্লাভিয়া থেকে অভিবাসীদের আগমনে জনসংখ্যা বৃদ্ধি এর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সাদা বালুকাময় সমুদ্র সৈকতের জন্য এ নগরের সুখ্যাতি রয়েছে। তন্মধ্যে কোটস্লো ও স্কারবোরা সমুদ্র সৈকত অন্যতম। সাঁতার কাঁটার জন্য এ সৈকতগুলো বেশ আদর্শ। [[Rottnest Island|রোটনেস্ট আইল্যান্ডে]] পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেখানে ছোট্ট প্রজাতির [[Quokka|কুক্কা]] নামে স্তন্যপায়ী প্রাণী বসবাস করে।
 
==আরো দেখুন==