মরিস টেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - নতুন অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
সম্মাননা - নতুন অনুচ্ছেদ সৃষ্টি
৩ নং লাইন:
| image =
| caption =
| fullname = মরিস উইলিয়াম টেট
| nickname = চুবি
| batting = ডানহাতি
| bowling = ডানহাতি ফাস্ট মিডিয়াম
| role = [[অল-রাউন্ডার]]
| family = [[ফ্রেড টেট]]
| columns = 2
| column1 = [[Test cricket|টেস্ট]]
৪৭ ⟶ ৫১ নং লাইন:
}}
 
'''মরিস উইলিয়াম টেট''' ([[জন্ম]]: [[৩০ মে]], [[১৮৯৫]] - [[মৃত্যু]]: [[১৮ মে]], [[১৯৫৬]]) সাসেক্সের ব্রাইটন এলাকার প্রিস্টনে জন্মগ্রহণকারী [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] সাবেক [[ক্রিকেক্রিকেট|ক্রিকেটার]] ছিলেন। ১৯২০-এর দশক থেকে শুরু করে ১৯৩০-এর দশক পর্যন্ত [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলে]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ [[অল-রাউন্ডার]] হিসেবে ছিলেন। এ সময়কালে ইংল্যান্ডের টেস্ট [[বোলিং (ক্রিকেট)|বোলিং]] আক্রমণে দলের নেতৃত্ব দেন ‘চুবি’ ডাকনামে পরিচিত '''মরিস টেট'''। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট মিডিয়াম বোলিং করতেন। [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] [[সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব|সাসেক্স ক্রিকেট দলের]] সদস্য ছিলেন তিনি।
 
== প্রারম্ভিক জীবন ==
৫৮ ⟶ ৬২ নং লাইন:
 
পরবর্তী ছয় বছরেও টেটের অল-রাউন্ড নৈপুণ্য বজায় থাকে। ১৯২৯ সালে টেট তাঁর একমাত্র [[সেঞ্চুরি (ক্রিকেট)|শতক]] লাভ করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু ১৯৩০ সাল থেকে তিনি মূলতঃ বোলার হিসেবে পরিচিতি লাভ করতে থাকেন। ফলশ্রুতিতে তাঁকে শেষদিকে ব্যাটিং করতে হয়েছে। ঐ সময়ে [[Harold Larwood|হ্যারল্ড লারউড]] ও [[Bill Voce|বিল ভসের]] ন্যায় বোলারের আবির্ভাব ঘটায় ইংল্যান্ড দলে তাঁর ভূমিকা কমতে থাকে। ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ায় তাঁর তৃতীয় সফরে দলের সদস্য থাকা স্বত্ত্বেও এবং লারউডের অনুপস্থিতিজনিত কারণেও কোন টেস্টে অংশ নিতে পারেননি।
 
== সম্মাননা ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি তিনবার [[হ্যাট্রিক]] করেন। ১৯২৪ সালে নিজ দেশে ১,৪১৯ রান ও ২০৫ উইকেট লাভ ও পরবর্তীতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রথম টেস্টে ১১ উইকেট লাভ করায় [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেনের]] বিবেচনায় তাঁকে [[উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার|বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার]] হিসেবে মনোনীত করে।<ref name="Wisden"/><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/wisden/content/story/350988.html|title=WISDEN'S LEADING CRICKETER IN THE WORLD|publisher="Wisden"|accessdate=July 9, 2015}}</ref>
 
== তথ্যসূত্র ==