স্বপ্নলোক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Other uses}}
 
'''ইউটোপিয়া''' বা '''কল্পলোক''' {{IPAc-en|juː|ˈ|t|oʊ|p|i|ə}} ({{lang-en|Utopia}}) হলো একটি [[সম্প্রদায়]] বা [[সমাজ]] যেটি উচ্চমাত্রায় কাঙ্খিত বা পরিপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী। [[থমাস মুর]] [[১৫১৬]] খ্রিষ্টাব্দে তারতাঁর ''ইউটোপিয়া'' নামক বইয়ের জন্য সর্বপ্রথম এই নামটি [[গ্রীক ভাষা|গ্রীক]] থেকে উদ্ভাবন করেন। এখানে [[আটলান্টিক মহাসাগর|আটলান্টিক মহাসাগরের]] একটি কাল্পনিক দ্বীপ সম্প্রদায়ের বর্ণনা দেয়া হয়।
 
==ব্যুৎপত্তি==
'''ইউটোপিয়া''' শব্দ দ্বারা মূলত বোঝায় কল্পলৌকিক আদর্শ স্থান। এর মাধ্যমে বোঝানো হয় কোনো উপন্যাস বা দার্শনিক চিন্তাভাবনাসম্পন্ন কোনো রচনাকে যেখানে একটি আদর্শ স্থান বা ''কল্পলোকে''র বিবরণ দেয়া হয়। মূল [[গ্রিক ভাষা|গ্রিক শব্দ]]:''eutopos'' অর্থ সুরম্য স্থান। এটিকে কল্পভুবন বা কল্পস্বর্গও বলা হয়।<ref>সুরভী বন্দ্যোপাধ্যায়, ''সাহিত্যের শব্দার্থকোশশব্দার্থকোষ'', পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ফেব্রুয়ারি, ১৯৯৯, কলকাতা, পৃষ্ঠা-৩৬-৩৭</ref> আধুনিককালে ইউটোপিয়া বলতে সেই শ্রেণির কথাসাহিত্য বুঝি যা একটি আদর্শ রাষ্ট্র ও জীবনব্যবস্থার চিত্র তুলে ধরে। এর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত সম্ভবত [[প্লেটো|প্লেটোর]] [[রিপাবলিক]]। পরবর্তীকালের এই প্রকারের রচনায় কখনো কখনো নিছক স্বপ্নকল্পনা প্রশ্রয় পেয়েছে, কখনো কখনো ভবিষ্যতে সামাজিক ও প্রযুক্তিগত উন্নতির মধ্য দিয়ে নতুন জীবনে যে-উত্তরণ বাস্তবসম্মতভাবে আকাঙ্ক্ষিত তার রূপরেখা আঁকা হয়েছে। এইসব গ্রন্থের মধ্যে রয়েছে [[ফ্রান্সিস বেকন|ফ্রান্সিস বেকনের]] ''নিউ আটলান্টিস'', [[এডওয়ার্ড বেলামি|এডওয়ার্ড বেলামির]] ''লুকিং ব্যাকওয়ার্ড'', [[উইলিয়াম মরিস|উইলিয়াম মরিসের]] ''নিউজ ফ্রম নোহোয়্যার'' এবং [[জেমস হিল্টন (উপন্যাসিক)|জেমস হিল্টনের]] ''লস্ট হরাইজন''।<ref>[[কবীর চৌধুরী]], ''সাহিত্যকোষ'', মাওলা ব্রাদার্স, ঢাকা, অষ্টম মুদ্রণ, ফেব্রুয়ারি, ২০১২, পৃষ্ঠা-১২৮।</ref>
 
==তথ্যসূত্র==