দক্ষিণ চব্বিশ পরগনা জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫১ নং লাইন:
সেই থেকে অঞ্চলটির নাম হয় ২৪ পরগণা।
 
[[১৭৫৯]] সালে কোম্পানি [[লর্ডরবার্ট ক্লাইভ|লর্ড ক্লাইভকে]] এই ২৪টি পরগনা ব্যক্তিগত [[জায়গীর]] হিসাবে দেয়। [[১৭৭৪]] সালে লর্ড ক্লাইভের মৃত্যুর পর এটি আবার কোম্পানির হাতে চলে আসে।
ইংরেজ আমলে ২৪টি পরগনা জেলা প্রশাসনিক কারণে বহুবার ভাগ হয়েছে।[[১৯৪৭]] সালে স্বাধীনতার আগে [[পূর্ব পাকিস্থান]] হবার পর [[যশোর জেলা]]র [[বনগাঁ]]২৪টি পরগনা জেলার মধ্যে চলে আসে এবং সুন্দরবনের বৃহত্তম অংশ [[খুলনা]] ও বাখরগঞ্জের মধ্যে চলে আসে। ইংরেজ আমলে কলকাতা ২৪টি পরগনা জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের রাজধানীতে পরিনত হয়।
১৯৮৩ সালে ডঃ অশোক মিত্রের প্রসাসনিক সংস্কার কমিটি এই জেলাকে বিভাজনের সুপারিশ করে। [[১৯৮৬]] সালে ১লা মার্চ জেলাটিকে [[উত্তর ২৪ পরগণা জেলা]] ও [[দক্ষিণ ২৪ পরগণা জেলা]] নামে দুটি জেলায় ভাগ করা হয়। দুটি জেলাই প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত।