আসফাকউল্লা খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
| name = Ashfaqulla Khan
| image = Ashfaq Ulla Khan (2).JPG
| caption = শহীদ আশফাকউল্লাআসফাকউল্লা খান
| birth_name =
| birth_date = {{birth date|1900|10|22|df=yes}}
১৪ নং লাইন:
}}
 
'''আশফাকউল্লাআসফাকউল্লা খান''' {{অডিও|Asfaqulla Khan.ogg|উচ্চারণ}} (২২ অক্টোবর, ১৯০০ - ১৯ ডিসেম্বর, ১৯২৭) ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বীর যোদ্ধা যিনি [[রামপ্রসাদ বিসমিল|রামপ্রসাদ বিসমিলের]] সাথে শহীদ হয়েছিলেন। তাদের উভয়কে একই দিনে আলাদা জেলে ফাঁসি দেয়া হয়।
 
আশফাকউল্লাআসফাকউল্লা খান ছিলেন ২০বিংশ শতাব্দীর প্রথম ভারতীয় [[মুসলিম]] যাকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দেয়া হয়।<ref>* {{cite book |url=http://books.google.co.in/books?id=JsDNDeHkb8AC&pg=PA62&dq=Ram+Prasad+Bismil&hl=en&sa=X&ei=5IeYUZvDDsXZrQep-YHoAg&ved=0CDsQ6AEwAzgK#v=onepage&q=Ram%20Prasad%20Bismil&f=false|title=Great Muslims of undivided India |first= Nikhat
|last= Ekbal |pages=62-63 |publisher=Kalpanaz Publications Delhi 110052 India |year=2009 |isbn=978-81-7835-756-0}}</ref>
 
==শৈশব==
আশফাকউল্লাআসফাকউল্লা ১৯০০ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন [[উত্তরপ্রদেশ| উত্তর প্রদেশের]] শাহজাহানপুরে। তাঁর পিতা, শফিক উল্লা খান পাঠান পরিবারের মানুষ ছিলেন এবং তাঁর পরিবার সামরিক দিক দিয়ে বিখ্যাত ছিলো। তাঁর মায়ের দিক থেকে পরিবারটি ছিলো অধিক শিক্ষিত এবং অনেক আত্মীয় ব্রিটিশ ভারতের পুলিশ এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তাঁর মা মাজহুর-উন-নিসা ছিলেন একজন ধার্মিক নারী। আশফাকউল্লা ছিলেন চার ভায়ের ভেতরে সবচেয়ে ছোট ছেলে। তাঁর বড় ভাই রিয়াসাত উল্লাহ খান ছিলেন পণ্ডিত [[রামপ্রসাদ বিসমিল|রামপ্রসাদ বিসমিলের]] সহপাঠী। যখন মইনপুর ষড়যন্ত্রে বিসমিলকে অভিযুক্ত করা হয়, রিয়াসাত তাঁর ছোট ভাই আশফাককে বিসমিলের উর্দু শায়ের কবিতার শক্তি ও সাহস সম্পর্কে বলেছিলেন। তারপর থেকেই আশফাক বিসমিলের সাথে তাঁর কবিতার দৃষ্টিভঙ্গির জন্য সাক্ষাতে আগ্রহী ছিলেন। ১৯২০ সালে, যখন বিসমিল শাহজাহানপুরে আসেন এবং ব্যবসায় নিজেকে যুক্ত করেন, আশফাক বহুবার বিসমিলের সাথে সাক্ষাতের চেষ্টা করেন কিন্তু বিসমিল কোনো মনোযোগ দেননি।
 
১৯২২ সালে, যখন [[অসহযোগ আন্দোলন]] শুরু হয়, বিসমিল জনগণকে আন্দোলন সম্পর্কে বলার জন্য শাহজাহানপুরে সভা সংগঠিত করেন। আশফাক তাঁর সাথে জনসভায় সাক্ষাত করেন এবং নিজেকে তাঁর সহপাঠীর ছোটভাই হিসেবে পরিচয় দেন। তিনি বিসমিলকে আরো বলেন যে, তিনি 'ওয়ার্সি' এবং 'হযরত' ছদ্মনামে কবিতা লিখেন। বিসমিল ব্যক্তিগত যোগাযোগ করে শাহজাহানপুরে তাঁর কিছু কবিতার চরণ শোনেন এবং তারা ভালো বন্ধুতে পরিণত হন। আশফাক মাঝেমাঝেই কিছু লিখতেন এবং তা বিসমিলকে দেখাতেন, বিসমিল তা সংশোধন ও উন্নতি সাধন করতেন। এভাবেই দুই কবির এক উন্নতি ঘটে এবং এটি এতোই পরিচিতি পায় যে যারাই তাদের কবিতা কোনো কনফারেন্সে শুনতেন, তারাই উর্দু ভাষায় তাঁদের মুশায়েরা শুনে বিস্মিত হতেন।
৩০ নং লাইন:
 
==ষড়যন্ত্র মামলা শুরু==
{{কাজ চলছে}}
ব্রিটিশ সরকার বিপ্লবীদের সাহস দেখে আশ্চর্য হয়েছিলো। ভাইসরয় স্কটল্যান্ড ইয়ার্ডকে নিয়োগ করে মামলাটি তদন্ত করবার জন্যে। এক মাসের মধ্যে সি.আই.ডি সূত্র বের করে ফেলে এবং প্রায় সব বিপ্লবীদের একরাতেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়। ২৬ সেপ্টেম্বর ১৯২৫ তারিখ সকালবেলা পণ্ডিত রামপ্রসাদ বিসমিল এবং অন্যান্য বিপ্লবীদের পুলিস গ্রেপ্তার করে কিন্তু আসফাক ছিলেন একমাত্র ব্যক্তি যার খোঁজ পুলিস পায় না। আসফাক লুকিয়ে পড়েন এবং [[Banaras]] যাত্রা করেন, সেখান থেকে [[বিহার]] গমন করেন এবং সেখানে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে দশ মাস কাজ করেন। তিনি বিদেশ যেতে চেয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে মূর্ত সহায়তার জন্য [[Lala Har Dayal|লালা হর দয়ালের]] সাথে সাক্ষাত করতে চেয়েছিলেন। তিনি কীভাবে দেশ ত্যাগ করবেন তা বের করতে দিল্লি যান, সেখানে তিনি তার একজন পাঠান বন্ধুর সহায়তা নেন এবং সেই বন্ধুটিই বিশ্বাসঘাতকতা করে পুলিসকে জানিয়ে দেয় এবং আসফাককে পুলিস গ্রেপ্তার করে।
 
৪৪ ⟶ ৪৩ নং লাইন:
[[চিত্র:Faizabad Jail (Ashfaqulla Khan memorial shaheed sodha sansthan).jpg|thumb|right|200px|ছবিতে উত্তর প্রদেশের ফৈজাবাদ কারাগারের অমর শহীদ আসফাকউল্লা খান গেইট]]
আশফাক ছিলেন একজন নিষ্ঠ [[মুসলিম]] এবং মাতৃভূমির প্রতি তাঁর স্নেহ ছিলো অতুলনীয়। একজন [[হিন্দি]] কবি অগ্নিবেশ শুক্লা ''আশফাক কী আখিরি রাত''<ref>Vidyarnav Sharma ''Yug Ke Devta: Bismil Aur Ashfaq'' page-210</ref> নামে একটি দারুণ কবিতা লিখেছিলেন যেটাতে তিনি ভারতের এই মহান সন্তানের আবেগকে প্রকৃত অর্থেই ফুটিয়ে তুলেছেন।
 
==জনপ্রিয় মাধ্যমে চিত্রিত==
আসফাকউল্লা খান এবং তাঁর সহকর্মীদের কাজকে সম্প্রতিকালে বলিউডের চলচ্চিত্র ''রঙ দে বাসন্তী''তে [[আমির খান|আমির খানের]] চিত্রায়নে চিত্রিত করা হয়েছে। তাঁর চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুর।<ref name="rangdebasanti">{{cite web| url=http://www.imdb.com/title/tt0405508/|title=IMDB Record on Movie|accessdate=09-03-2006|archiveurl= http://web.archive.org/web/20060830183215/http://www.imdb.com/title/tt0405508/| archivedate= 30 August 2006 <!--DASHBot-->| deadurl= no}}</ref>
 
== তথ্যসূত্র ==