আবেদ খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
123.108.244.157-এর সম্পাদিত সংস্করণ হতে Masum Ibn Musa-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১৮ নং লাইন:
== সাংবাদিকতা ==
মাত্র ১৭ বছর বয়সে ১৯৬২ সালে আবেদ খানেরও সাংবাদিকতায় হাতেখড়ি ঘটে দৈনিক ‘জেহাদ’-এ।<ref>[http://www.dailyjanakantha.com/news_view.php?nc=29&dd=2011-01-28&ni=47250 সাংবাদিকরা এখন পেশাগত প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাচ্ছেন], দৈনিক জনকণ্ঠ, ঢাকা। প্রকাশের তারিখ: ১০ জানুয়ারি ২০১১ খ্রি.। পরিদর্শনের তারিখ: অক্টোবর ১৩, ২০১১ খ্রি.।</ref> এ দৈনিকে সহ-সম্পাদক হিসেবে বছরখানেক কাজ করার পর ১৯৬৩-তে তিনি দৈনিক ‘সংবাদ’-এ যোগদান করেন। পরের বছরই দৈনিক [[ইত্তেফাক]]-এ একই পদে যোগ দেওয়ার মাধ্যমে তিনি শুরু করেন এক দীর্ঘ কর্মসাধনাময় অধ্যায়। এ পত্রিকায় আবেদ খান পর্যায়ক্রমে শিফট-ইনচার্জ, প্রধান প্রতিবেদন, সহকারী সম্পাদক ও কলামিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। <ref name=autogenerated1>[ http://www.banglanews24.com/detailsnews.php?nssl=4177235c9c76c48b97683daf7fd24716&nttl=153133 ]</ref>
২০০৯ সাল থেকে তিনি দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৩০ জুন কালের কণ্ঠ থেকে পদত্যাগের পরকরেন তিনি| সম্প্রচার সাংবাদিকতার রূপকার,বিশিষ্ট সাংবাদিক ও এটিএন নিউজ এর সিইউ মিশুক মুনীর মারা যাবার পর ২০১২ সালের জুন মাসে এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকতা ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করেন। <ref name=autogenerated1 /> ২০১৩ সালের এপ্রিলে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি দৈনিক জাগরণ নামের প্রকাশিতব্য একটি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক।
 
== মুক্তিযুদ্ধ ==