জিওফ পুলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
৫৪ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
[[Batting order (cricket)|মাঝারী সারির]] ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করলেও ১৯৫৯ সালে [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতের]] বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে ব্যাটিং উদ্বোধনে নেমে সফলতাও লাভ করেছিলেন। [[হেডিংলি স্টেডিয়াম|হেডিংলিতে]] অনুষ্ঠিত টেস্টে ৭৫ এবং ওল্ড ট্রাফোর্ডের টেস্টে প্রথম ল্যাঙ্কাশায়ারিয়ান হিসেবে শতরান পান।<ref name="Cap"/> এর পরের চার বছর ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য হিসেবে [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গনে সরব ছিলেন। এ সময়েই তিনি তার চারটি শতরান তুলেন ৪৩-এর অধিক ব্যাটিং গড়ে।
 
[[English cricket team in the West Indies in 1959–60|১৯৫৯-৬০]] মৌসুমে [[British West Indies|ওয়েস্ট ইন্ডিজে]] [[ওয়েস হল]], [[গারফিল্ড সোবার্স]] ও [[Charlieচার্লি Griffithগ্রিফিথ|চার্লি গ্রিফিথের]] বোলিং আক্রমণ মোকাবেলা করে পাঁচ টেস্টেই ভাল খেলেন। এরপর [[South African cricket team in England in 1960|১৯৬০]] সালে নিজ দেশে সফরকারী [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে পুলার বেশ সফলকাম হন। তন্মধ্যে [[দি ওভাল|ওভালে]] নিজস্ব সর্বোচ্চ ১৭৫ তোলেন। এ সময় তিনি প্রথম উইকেট জুটিতে [[কলিন কাউড্রে|কলিন কাউড্রের]] সাথে ২৯০ রান করেন। এরপর ১৯৬১-৬২ মৌসুমে ভারত ও পাকিস্তান সফর করেন। [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] বিপক্ষে জোড়া শূন্য লাভ করলেও উভয় দলের বিপক্ষে দলের [[ব্যাটিং গড়|ব্যাটিং গড়ে]] শীর্ষে ছিলেন।
 
তবে [[Australian cricket team in England in 1961|১৯৬১]] সালে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে তিনি তেমন সুবিধা লাভ করতে পারেননি। [[Alan Davidson (cricketer)|অ্যালান ডেভিডসনের]] হাতে পাঁচবার আউট হন। [[1962-63 Ashes series|১৯৬২-৬৩]] মৌসুমে অস্ট্রেলিয়া সফরের পর [[pleurisy|ফুসফুসের প্রদাহজনিত রোগে]] আক্রান্ত হন। এরফলে ইংল্যান্ড দলে খেলার যোগ্যতা হারান যা পরবর্তীতে তিনি দলে যোগ দিতে পারেননি।