লুডু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Boipaagol (আলোচনা | অবদান)
বাংলাদেশের গ্রামীণ খেলা - লুডু
 
Maksud (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
ঘরের বিছানায় অথবা মাটিতে মাদুর পেতে কৈশোর অতিক্রান্ত ছেলে মেয়েরা এ খেলাটি খেলে থাকে। এই খেলাটির সরঞ্জাম বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদন করা হয়। গ্রামের বিবাহিত মহিলারাও অবসর সময়ে এই খেলাটি খেলে থাকে।
 
<center>'শিউলির মা শিউলি<br/>
শিউলি কোথায় গিয়েছে<br/>
শিউলি গাছের তলে<br/>
সেখানে গিয়ে কী করে<br/>
ডালে ডালে ফুল তোলে<br/>
ফুল তুলিয়া কী করে<br/>
ভাইয়ের বিয়ে ঠিক করে<br/>
ভাইয়ের বিয়ে কোনখানে<br/>
হিন্দুপাড়ার মাঝখানে<br/>
হিন্দুপাড়ার চেংড়িগুলা কত কথা জানে<br/>
পানি কচুর ডেরা দিয়া জমক ঠান্ডা করে'</center>
 
==লুডু==
---
এই খেলায় প্রতিটি প্রতিযোগীর চারটা করে গুটি থাকে, প্রতিটি খেলোয়াড় একটি নির্দিষ্ট ঘর দখল করে। যে প্রতিযোগী ডাই চেলে প্রথম ছক্কা ফেলতে পারে সে'ই তার ঘর থেকে গুটি বের করে যাত্রা শুরু করতে পারে। প্রতিটি প্রতিযোগীকে এভাবে ঘর থেকে বের হয়ে পুরো ছক অতিক্রম করে নিজের ঘরে ফিরে এসে গুটি পাকাতে হয়।
 
==সাপ খেলা==
---
লুডু খেলার ছকের পেছনে সাপ খেলার ঘর আঁকা থাকে। এই খেলায় যে প্রতিযোগী ডাই চেলে প্রথমে ১ (এক) ফেলতে পারে সে ঘর থেকে বের হবার সুযোগ পায়। এক থেকে একশ পর্যন্ত যে প্রতিযোগী যেতে পারে সে'ই জয়ী হয়। যে গুটি সাপের মুখে এসে পড়ে সাপ তাকে কেটে দেয়।
 
 
[[Category:বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা]]
'https://bn.wikipedia.org/wiki/লুডু' থেকে আনীত