উইকিপিডিয়া:আলাপ পাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ausrafujjaman (আলোচনা | অবদান)
আশ্রাফুজ্জামান নয়ন-এর সম্পাদিত সংস্করণ হতে Masum Ibn Musa-এর স...
১৪ নং লাইন:
ব্যবহারকারী পৃষ্ঠাগুলোরও আলাপ পাতা রয়েছে (যেমন: ''[[ব্যবহারকারী:Wikitanvir]]'')। এই পাতাগুলোও আলোচনার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে এই আলোচনা নিবন্ধ সম্পর্কিত নাও হতে পারে। এটি ব্যবহৃত হয় আপনার সাথে অন্য ব্যবহারকারীদের আলোচনার উদ্দেশ্যে। যখন কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তখন সে [[Special:mytalk|আপনার আলাপ পাতায়]] মন্তব্য বা প্রশ্ন রাখতে পারেন। আপনার আলাপ পাতায় কেউ প্রশ্ন বা মন্তব্য রাখলে বা আপনি ব্যতীত কেউ কোনো পরিবর্তন করলে আপনাকে না একটি বার্তা দিয়ে জানানো হবে। আপনি সে সময় উইকিপিডিয়াতে লগইন করা অবস্থায় না থাকলে, পরবর্তীতে লগইন করার পর আপনাকে বার্তা দিয়ে উক্ত পরিবর্তন সম্পর্কে অবহিত করা হবে।
 
== গুরুত্বপূর্ণ টীকা ==
আমি একজন সাধারন মানুষ ।
*নিবন্ধের আলাপ পাতা সম্পাদকদের ব্যক্তিগত মতাদর্শ প্রচার বা নৈমিত্তিক আলোচনার স্থান নয়। শুধুমাত্র ব্যবহারকারীদের সহযোগী পৃষ্ঠাগুলোর উন্নয়নের আলোচনার জন্যই আলাপ পাতা।
 
*নির্দিষ্ট কোনো আলাপ পাতা যদি পূর্বে কেউ ব্যবহার না করে থাকে, তবে লিঙ্কটি [[WP:RED|লাল]] রঙে প্রদর্শন করবে। তখনও আপনি আলাপ পাতা ব্যবহার করতে পারবেন; এটার অর্থ হচ্ছে, আপনি-ই প্রথম ব্যক্তি যিনি ঐ আলাপ পাতা ব্যবহার করছেন, এবং এতে কোনো ভুল নেই।
 
*একই রকম বার্তা কয়েকজন ব্যবহারকারীর পাতায় দেওয়াকে বিশেষভাবে অনুৎসাহিত করা হয়, বিস্তারিত জানতে দেখুন: [[উইকিপিডিয়া:ক্যানভাসিং]]।
 
*মাঝেমধ্যে, কিছু উইকিপিডিয়া নিবন্ধের আলাপ পাতায় এক বা একাধিক [[উইকিপিডিয়া:টেমপ্লেট|টেমপ্লেট]] দেখা যায়। যেমন: [[টেমপ্লেট:আলাপ পাতা]] কোনো আলাপ পাতার শুরুতে রাখা হয়। এটি আলোচনার সময় মনে রাখতে হবে এমন কিছু তথ্য প্রদর্শন করে।
 
*'''[[উইকিপিডিয়া:সাক্ষর করুন|আপনাকে অবশ্যই কোনো আলাপ পাতায় বার্তা রাখার পর আপনার সাক্ষর প্রদান করতে হবে]]'''। সাক্ষর প্রদানের জন্য আপনার বার্তার শেষে '''চারটি টিল্ডা চিহ্ন''': <nowiki>(~~~~) যোগ করুন; এর ফলে বার্তার শেষে আপনার ব্যবহারকারী নাম ১৯:৩৫, ১০ জানুয়ারি ২০০৬ (UTC)</nowiki> লেখাগুলো যুক্ত হবে। এ সম্পর্কে আরো জানতে: [[উইকিপিডিয়া:স্বয়ংক্রিয়ভাবে যুক্ত উইকিটেক্সট|স্বয়ংক্রিয়ভাবে যুক্ত উইকিটেক্সট দেখুন]]।
 
== কোনো আলাপ পাতায় প্রবেশ করা ==