ইমাম শামিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
Ashiq Shawon (আলোচনা | অবদান)
পরিমার্জন
১ নং লাইন:
'''ইমাম শামিল''' ({{lang-av|Шейх Шамил}}; {{lang-tr|Şeyh Şamil}}; {{lang-ru|Имам Шамиль}}; {{lang-ar|الشيخ شامل}}; ২৬ জুন ১৭৯৭ - ৪ই ফেব্রুয়ারি ১৮৭১) ছিলেন উত্তর ককেশাসের '[[আভার' জাতিগোষ্ঠীরজাতিগোষ্ঠী]]র একজন রাজনৈতিক ও ধর্মীয় নেতা। তিনি  দাগেস্তান ও ককেশাসের একজন ধর্মীয় নেতা ও মহান বীর।তিনি ককেশাসের প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা। অর্ধশত বছর ধরে তিনি প্রতাপশালি [[রাশিয়া|রুশ]][[রাশিয়া|<nowiki/>]] জার সম্রাটদের সাথে লড়াই করেছেন।  <div>এক যুদ্ধে তার পাঁজরের তিনটি হাড় কেটে যায় ও তাকে ঘেরাও করে ফেলে জার সৈন্যরা।তখন তিনি তার বিখ্যাত ঘোড়ায় চড়ে এক লাফে তিন সারি সৈন্যের মাথার উপর দিয়ে চলে যান। এরপর থেকেই তিনি সিংহ বলে পরিচিত।তাকে শেরে দাগেস্তানও বলা হয়। অর্ধশত বছর লড়াই করে শেষ বয়সে এক প্রচন্ড যুদ্ধে পরাজিত হন তিনি।বন্দি হন তার কয়েকজন নায়েব সহ।কিন্তু আত্মসর্মপন করেন নি তিনি।যথা সম্ভব জার সম্রাট আলেক্সজ্যান্ডারই তাকে স্বস্মানে সেন্ট পিটার্সবার্গে নিয়ে তার ইচ্ছা অনুযায়ি মদিনায় পাঠিয়ে দেন।এবং তিনি সেখানেই ইন্তেকাল করেন। তার বীরত্বে মুগ্ধ হয়ে রুশরা সেন্ট পিটার্সবার্গে তৈরি করে তার প্রতিকৃতি।  
এরপর থেকেই তিনি সিংহ বলে পরিচিত।তাকে শেরে দাগেস্তানও বলা হয়।</div><div>অর্ধশত বছর লড়াই করে শেষ বয়সে এক প্রচন্ড যুদ্ধে পরাজিত হন তিনি।বন্দি হন তার কয়েকজন নায়েব সহ।কিন্তু আত্মসর্মপন করেন নি তিনি।যথা সম্ভব জার সম্রাট আলেক্সজ্যান্ডারই তাকে স্বস্মানে সেন্ট পিটার্সবার্গে নিয়ে তার ইচ্ছা অনুযায়ি মদিনায় পাঠিয়ে দেন।এবং তিনি সেখানেই ইন্তেকাল করেন। তার বীরত্বে মুগ্ধ হয়ে রুশরা সেন্ট পিটার্সবার্গে তৈরি করে তার প্রতিকৃতি।  <span class="cx-segment" data-segmentid="80"></span></div>
 
== তথ্যসূত্র ==
== References ==
{{Reflist}}
 
[[বিষয়শ্রেণী:১৭৯৭-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৮৭১-এ মৃত্যু]]