বালাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইফাজ (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
ইফাজ (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
১ নং লাইন:
বালাম বাংলাদেশের অন্যতম সংগীতশিল্পী ও কম্পোজার ৷ ২০০৭ সালে “বালাম" অ্যালবামের মাধ্যমে তার আত্মপ্রকাশ প্রকাশ ঘটে ৷ তিনি দীর্ঘদিন যাবৎ প্রসিদ্ধ ব্যান্ড "ওয়ারফেজ"এর ভোকালিস্ট হিসেবে ছিলেন ৷ তখন তিনি রক ধাচের সংগীত পরিবেশন করতেন ৷ পরে [[ওয়ারফেজ]] ভেঙেথেকে বেরিয়ে এসে তিনি সলো গানের প্রতি মনোনিবেশ করেন ৷ তার সলো গান প্রথম প্রকাশিত হয় “আধার-১" এবং “আধার-২" অ্যালবাম দুটিতে ৷ তারপর ২০০৬ এর দিকে “প্রেম শিকারী" নাম অ্যালবাম প্রকাশ করেন তিনি, এতে করে কম্পোজিশনের কাজটা করে ফেলেন নিজেই ৷ ২০০৭ সালের শেষের দিকে "বালাম" শীর্ষক মেলোডি ধাচের অ্যালবাম বের করেন তিনি, মূলতঃ এটিই তার প্রথম সলো অ্যালবাম ৷ এরপর নিজের বোন জুলিকে নিয়ে "বালাম ফিচারিং জুলি" বের করেন ৷ ধীরে ধীরে বালাম জনপ্রিয় হয়ে ওঠেন ৷
 
বালাম শুধু অ্যালবামই নয়, বিজ্ঞাপনে জিংগেল তৈরিতেও কাজ করেছেন ৷ এছাড়া এখন তিনি বাংলা সিনেমার গান কণ্ঠ দিয়ে যাচ্ছেন নিয়মিত ৷