প্রমথেশ চন্দ্র বরুয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Ferdous (আলোচনা | অবদান)
বাক্য পূন লিখন।
১৯ নং লাইন:
| awards =
}}
'''প্রমথেশ চন্দ্র বরুয়া''' ( {{lang-en|Pramathesh Chandra (P.C.) Barua}}; [[অসমীয়া ভাষা|অসমীয়া:প্ৰমথেশ চন্দ্ৰ বৰুৱা]] ) ভারতের একজন বিখ্যাত অভিনেতা, চলচিত্রচলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক ছিলেন। অসমেরআসামের গৌরীপুরে জন্মগ্রহন করা প্রমথেশ বরুয়া বাংলা ও হিন্দী চলচিত্র জগতের একজন বিখ্যাত চলচিত্র নির্মাতা ছিলেন। '''অপরাধী''' চলচ্চিত্রে তিনি সর্বপ্রথম কৃত্রিম আলোর ব্যবহার করেন এবং এটাই ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্রথম কৃত্রিম আলোর ব্যবহার। তিনি অপরাধী চলচিত্রে ব্যাবহার করা “কৃত্রিম আলো” ভারতীয় চলচিত্রে জগতে প্রথম কৃত্রিম ব্যাবস্থা ছিল। ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম তিনি দেবদাস চলচিত্রেচলচ্চিত্রে ফ্লাসবেকফ্লাস ব্যাক মন্তাজ, টেলীপথিটেলিপ্যাথি শ্বটশট এবং সাবজেক্টিভসাবজেকটিভ কেমেরাক্যামেরার ব্যাবহারপ্রথম করেছিলেন যাহা ভরতের চলচিত্র জগতে সর্বপ্রথম ব্যাবহার ছিল।ব্যবহার করেন।<ref>http://calcuttaweb.com/cinema/pramatheshbarua.shtml</ref>
 
==শিক্ষা==
প্রমথেশ বরুয়ার জন্ম অসমের গোয়ালপারা জেলার গৌরীপুরে হয়েছিল। পিতার নাম প্রভাত চন্দ্র বরুয়া ও মাতার নাম সরোজবালা বরুয়া।<ref>http://web.archive.org/web/20080502101907/http://www.bfjaawards.com/archives/articles/198801.htm</ref> তিনি ছেলেবেলায় গৌরীপুরে ইউনাইটেড ক্লাব নামক একটি সাংস্কৃতিক সংঘের স্থাপনা করে নাটক করিতেন। প্রমথেশ বরুয়া গৌরীপুর বিদ্যালয়ে শিক্ষা সম্পূর্ন করার পর কলকাতার হেয়ার বিদ্যালয়ে নামভর্তী করেছিলন। ১৯২১ সনে তিনি কলকাতার বিরেন্দ্রনাথ মিত্রের কন্যা মাধুরীলতাকে বিবাহ করেছিলেন। ১৯২৮ প্রমথেশ বরুয়া কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেছিলেন। তিনি ইউরোপ ভ্রমন করার সময় চলচিত্র জগতের প্রতি আগ্রহ জন্মেছিল। ১৯২৬ সনে মাতৃবিয়োগের পর তিনি অসমে ফিরে আসেন ও পিতার সহিত জমিদারী কার্যে মনোনিবেশ করেন। কিছুদিন পর তিনি কলকতার জন্য রওনা হন ও ঘড়ের সদস্যের আপত্তি থাকা সত্বেও তিনি চলচিত্র জগতে জড়িত হন। তিনি অমলা বালা বরুয়া ও যমুনা বরুয়াকে বিবাহ করেছিলেন। প্রথমেশ বরুয়া মোট ৬টি সন্তানের পিতৃ ছিলেন।