হাওড়া জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Vickysouvik (আলোচনা | অবদান)
২৭ নং লাইন:
== ইতিহাস ==
{{Main|হাওড়া জেলার ইতিহাস}}
হাওড়া জেলায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুব বেশি পাওয়া যায় না। তবে [[বাগনান]], [[শ্যামপুর]], [[জগৎবল্লভপুর]] ইত্যাদি কয়েকটি থানার কয়েকটি গ্রামে খননকার্য চালিয়ে সামান্য কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। এছাড়া অন্যান্য জেলার মতো হাওড়া জেলাতেও পোড়ামাটির কারুকার্য সহ অনেক প্রাচীন মন্দিরের অস্তিত্ব রয়েছে।<ref>"হাওড়া জেলার প্রাচীন ইতিহাস", ''পশ্চিমবঙ্গের সংস্কৃতি'', দ্বিতীয় খণ্ড, [[বিনয় ঘোষ]], প্রকাশভবন, ১৯৭৮ (১৯৯৮ মুদ্রণ), পৃ. ২১১-২৪</ref> প্রাচীন জৈন, বৌদ্ধ বা হিন্দু সাহিত্যে হাওড়া অঞ্চলের সুনির্দিষ্ট উল্লেখ নেই। গ্রিক বা চৈনিক লেখকদের রচনাতেও এই অঞ্চলের কোনো বিবরণ পাওয়া যায় না।<ref name = basudeb/> তবে গবেষকদের ধারণা, প্রাচীনকালে [[রাঢ়|রাঢ়ের]] অন্তর্গত [[সুহ্ম]] অঞ্চলের দক্ষিণাংশ হাওড়া ও অবিভক্ত [[মেদিনীপুর জেলা]] নিয়ে গঠিত ছিল।<ref name = basudeb/> প্রাচীনকালে দক্ষিণ রাঢ়ের ভূরী শ্রেষ্মীক নামক অঞ্চলটিও বর্তমান হাওড়ার আমতা-উদয়নারায়ণপুর-ডিহি ভুরশুট অঞ্চলে অবস্থিত ছিল।<ref name = Yojana907/> অনুমিত হয়, খ্রিষ্টীয় অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যবর্তী সময়ে বর্তমান হাওড়া অঞ্চলের ভূরিশ্রেষ্ঠ (অধুনা ভুরশুট) ছিল একটি সমৃদ্ধ বাণিজ্যনগরী।<ref>"ডিহি ভুরশুট", ''পশ্চিমবঙ্গের সংস্কৃতি'', দ্বিতীয় খণ্ড, বিনয় ঘোষ, প্রকাশভবন, ১৯৭৮ (১৯৯৮ মুদ্রণ), পৃ. ২১৯-২০</ref> খ্রিষ্টীয় দ্বাদশ শতাব্দীতে বর্তমান হাওড়া জেলার [[উলুবেড়িয়া মহকুমা|উলুবেড়িয়া মহকুমার]] একটি বিস্তীর্ণ অঞ্চল উড়িষ্যা রাজ্যের অধীনে ছিল।<ref name = Yojana907/>
 
মধ্যযুগে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান বন্দর ছিল [[সপ্তগ্রাম]]। এই সময় সরস্বতী নদীপথে বর্তমান হাওড়া জেলার মধ্য দিয়েই সপ্তগ্রাম পর্যন্ত বাণিজ্যপথটি প্রসারিত ছিল। পরবর্তীকালে সরস্বতী নদীর নাব্যতা কমে গেলে ভাগীরথী ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত হাওড়ার বেতর সপ্তগ্রামের বিকল্প বন্দর হিসেবে উন্নতি লাভ করে। [[বিপ্রদাস পিপলাই|বিপ্রদাস পিপলাইয়ের]] (১৪১৭-১৪৯৫) ''মঙ্গলচণ্ডী'' কাব্যে (১৪৯৫ খ্রি.) বেতরের উল্লেখ পাওয়া যায়। ১৫৫৩ সালে ডি ব্যারোজ অঙ্কিত মানচিত্রে হাওড়া জেলার কয়েকটি স্থানের নাম পাওয়া যায়। ১৭৭৯-৮০ সালের রেনেলের মানচিত্রেও বেতোড় ও শিবপুর অঞ্চলের নাম পাওয়া যায়।<ref name = Yojana907/>