সাহায্য:সম্পাদনা সারাংশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shahindranath-এর সম্পাদিত সংস্করণ হতে Nasirkhan-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
Shahindranath (আলোচনা | অবদান)
সনাতন ধর্ম প্রচার।
৯ নং লাইন:
কোনো সম্পাদনার পর সম্পাদনার সারাংশ উল্লেখ করা একটি ভালো অভ্যাস। [[#অনুচ্ছের সম্পাদনা|অনুচ্ছেদ সম্পাদনার ক্ষেত্রে]] সম্পদনা সারাংশে সয়ংক্রিয়ভাবে অনুচ্ছেদের নাম যুক্ত হয়ে যায়। এটি সবাইকে কী পরিবর্তন হয়েছে তা বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যখন কোনো পাতার পরিবর্তনের ইতিহাস দেখা হয়, তখন সম্পাদনার সারাংশ দেখে তা বুঝতে পারা সহজ হয়। ভালো হয়, যদি আপনি [[বিশেষ:Preferences|আপনার পছন্দের]] সম্পাদনা ট্যাবের “''খালি সম্পাদনা সারাংশ প্রবেশ করানোর সময় আমাকে জানানো হোক অপশন''” টি চালু রাখেন। তাহলে সম্পাদনার সারাংশ দিতে ভুলে গেলে তা আপনাকে সারাংশ লেখার কথা মনে করিয়ে দেবে। [[উইকিপিডিয়া:কেন অ্যাকাউন্ট তৈরী করবেন?|উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে]] এমন ব্যবহারকারীরা কেবলমাত্র এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
 
*[[চুচুলীবটতলীহাট সত্যসনাতন সম্প্রদায়।আটোয়ারী,পঞ্চগড়,বাংলাদেশ।]] * [[শ্রীমদ্ভগবদগীতা]]
==সবসময় সম্পাদনার সারাংশ লিখুন==
{{shortcut|WP:FIES}}
'''প্রতিটি সম্পাদনার ক্ষেত্রেই সম্পাদনা সারাংশ লিখুন''', বিশেষত যখন কোনো [[WP:Reverting|রিভার্ট]] করা হয়। এমন কী একটি ছোট সারাংশও, কোনো সারাংশ না থাকা থেকে ভালো। যদি আপনি কোনো লেখা মুছে ফেলেন তবে সারাংশ লেখা আরো বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে; কারণ না লিখলে অন্যরা আপনার মুছে ফেলার কারণ নিয়ে প্রশ্ন তুলতে পারে।
 
সঠিক সম্পাদনা সারাংশ, পরিবর্তন নির্দেশ করতে সাহায্য করে, এবং সময় বাঁচায়। আমরা দেখেছি সারাংশ অবদানকারীদের ঐ নিবন্ধটিতে অবদান রাখতে উৎসাহিত করে। তাই সারাংশ ছোটখাটো পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নাও হতে পারে, কিন্তু তার থেকে “বানান ঠিক” কথাটা লেখা ভালো এবং একইসাথে ''[[Help:Minor edit|অনুল্লেখ্য]]''অপশনটি ব্যবহার করা ভালো। বড় আকারের পরিবর্তন যেমন নিবন্ধের কোনো অংশ মুছে ফেলা অথবা আগের সম্পদাদিত সংস্করণে ফিরিয়ে আনার সময় অবশ্যই সম্পদানা সারাংশ লিখতে হবে। সম্পদনা সারাংশ নির্দিষ্ট সম্পাদনায় [[WP:AGF|আস্থা রাখার]] একটি অন্যতম কারণ।
 
কোনো নিবন্ধে ছোটখাটো কিছু যোগ করলে, পরামর্শ দেওয়া হয় যে, আপনি পুরো লেখাটাই সারাংশ লেখার স্থানে কপি-পেস্ট করে দিন। এতে আপনি সর্বোচ্চ পরিমাণ তথ্য খুব কম কষ্টেই দিতে পারবেন। আপনি সারাংশ লেখার শুরুতে ft লিখে দিতে পারেন, যার অর্থ "full text" (আরও সংক্ষিপ্ত সারাংশ পেতে সংক্ষেপকরণ অংশটি দেখুন)। এর ফলে পরবর্তীতে পাঠকরা ইতিহাসের বিস্তারিত না দেখে শুধু সারাংশ দেখেই পরিবর্তনটা ভালোভাবে বুঝতে পারবেন। কিছু ব্যবহারকারী আলাপ পাতায় পরিবর্তনটি সম্মন্ধে আলোচনা করার সময়ও সারাংশটি কপি-পেস্ট করার মাধ্যমে সুবিধাজনক ভাবে মন্তব্য করতে পারবেন। এই ধরনের সম্পাদনা ব্যবহারকারীদের সাম্প্রতিক পরিবর্তন, পাতার ইতিহাস, এবং ব্যবহারকারীর অবদান (নিচে দেখুন) খুব কার্যকর ভাবে পরীক্ষা করতে সহায়তা করে; এটি সার্ভারে বাড়তি চাপও কমায়।
 
==কাজ==