লিন্ডসে হ্যাসেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - নতুন অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
২৭ নং লাইন:
| deliveries = balls
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 43
| runs1 = 3073
৩৫ নং লাইন:
| deliveries1 = 111
| wickets1 = 0
| bowl avg1 = n/a-
| fivefor1 = –
| tenfor1 = –
| best bowling1 = –
| catches/stumpings1 = 30/0
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 216
| runs2 = 16890
৫৮ নং লাইন:
}}
 
'''আর্থার লিন্ডসে হ্যাসেট''', [[MBEঅর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|এমবিই]] ([[জন্ম]]: [[২৮ আগস্ট]], [[১৯১৩]] - [[মৃত্যু]]: [[১৬ জুন]], [[১৯৯৩]]) ভিক্টোরিয়ার জিলং এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলীয়]] [[ক্রিকেট|ক্রিকেটার]] ছিলেন। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] পক্ষে [[Batting order (cricket)|মাঝারী সারির]] ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতেন। '''লিন্ডসে হ্যাসেট''' ঘরোয়া ক্রিকেটে [[Victorian Bushrangers|ভিক্টোরিয়া দলের]] প্রতিনিধিত্ব করেন। তাঁর ব্যাটিং সম্পর্কে [[Wisdenউইজডেন Cricketers'ক্রিকেটার্স Almanackঅ্যালমেনাক|উইজডেন]] মন্তব্য করে যে, প্রতিটি স্ট্রোকেই প্রভূত্ব করার চেষ্টা চালাতেন তিনি। সময় সচেতনতা, চমৎকার পায়ের কাজকারুকাজ ও শক্তিশালী কব্জির দক্ষ প্রয়োগে তিনি তাঁর ব্যাটিংকে সাধারণ বিষয়ে পরিণত করেছেন।<ref name=Wisden1949>{{cite web |url=http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/154629.html |publisher=[[Wisden]] |year=1949 |work=[[Wisden Cricketers' Almanack]] |title=Lindsay Hassett – Cricketer of the Year |accessdate=2007-12-04}}</ref><ref name=h3>Haigh, p. 3.</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==
বিদ্যালয় জীবনে খেলোয়াড় হিসেবে মূল্যায়িত না হলেও [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] বেশ কয়েক মৌসুমে নিয়মিত স্থান ধরে রেখেছিলেন। শুরুতে অবশ্য বিরাট রান সংগ্রহ করতে বেশ পেতে হয়েছিল তাঁকে। [[australian cricket team in England in 1938|১৯৩৮]] সালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] সফরে একটিমাত্র প্রথম-শ্রেণীর সেঞ্চুরির দেখা পেয়েছেন। কিন্তু সফরের শুরুতে ধারাবাহিকভাবে তিন সেঞ্চুরি করেছিলেন। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রেও একই হয়। কিন্তু চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া দলের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অস্ট্রেলিয়া ফিরে ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো বিরাট রান সংগ্রহ করে নিজেকে স্বরূপে প্রকাশ করেন তিনি। তৎকালীন সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলার বিল ও’রিলি’র বিপক্ষে একই খেলায় দুইবার শতকের সন্ধান পান।
 
ইংল্যান্ড সফরে দলে তাঁর অন্তর্ভূক্তির বিষয়ে স্পষ্টতঃই নিজেকে তুলে ধরেন। ওরচেস্টারশায়ার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লিচেস্টারশায়ার ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে যথাক্রমে ৪৩, ১৪৬, ১৪৮ ও অপরাজিত ২২০* রান তুলে দলকে ইনিংসের ব্যবধানে জয়লাভে সহায়তা করেন। এরফলে নটিংহামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক ঘটে। কিন্তু উভয় ইনিংসে তিনি মাত্র ১ ও ২ রান তোলেন। অথচ ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত ঐ মাঠে মাত্র ২৪ উইকেটের পতন ঘটে ও দেড় সহস্রাধিক রান উঠে। খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল। লর্ডসের দ্বিতীয় টেস্টে তিনি অবশ্য ৫৬ ও ৪২ রান সংগ্রহ করেছিলেন।
 
== বিশ্বযুদ্ধে অংশগ্রহণ ==
কিন্তু, [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] ফলে হ্যাসেটের খেলোয়াড়ী জীবনের ব্যাঘাত ঘটে। প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা ফেলে দিয়ে সেকেন্ড অস্ট্রেলিয়ান ইম্পেরিয়াল ফোর্সে যোগ দেন ও মধ্যপ্রাচ্য এবং নিউগিনিতে চলে যান। এরপূর্বে তিনি অস্ট্রেলিয়ান সার্ভিসেস ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত হন। এ দলটি ইউরোপ ডে উপলক্ষে ভিক্টরি টেস্ট খেলার জন্য ইংল্যান্ড সফর করে। ঐ দলে কেবলমাত্র তিনিই টেস্ট খেলোয়াড় ছিলেন। তা স্বত্ত্বেও টেস্ট খেলোয়াড়দের নিয়ে গড়া ইংল্যান্ড দলের বিপক্ষে তাঁর দল ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে। হ্যাসেটের নেতৃত্বে দলের সফলতা বাড়তে থাকে। যুদ্ধের পর দলটি ইংল্যান্ড, ভারত সফর করে এবং অস্ট্রেলিয়ায় খেলে ও ক্রিকেট খেলাকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে।
 
== কর্মজীবন ==
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মেলবোর্নে ফিরে হ্যাসেট একটি ক্রীড়া সরঞ্জাম বিক্রয়ের প্রতিষ্ঠান খুলেন। ঐ প্রতিষ্ঠানে অন্যতম সদস্য ছিলেন ভিক্টোরিয়ান টেস্টের দলীয় সঙ্গী নিল হার্ভে। ক্রিকেট খেলা থেকে অবসর নিয়ে ১৯৫৬ সালে হ্যাসেট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কমিশনে রেডিও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। ঐ পদে তিনি ১৯৮১ সাল পর্যন্ত নিয়োজিত থাকেন।
 
এছাড়াও তিনি অ্যান্টি-ক্যান্সার কাউন্সিল অব ভিক্টোরিয়া’র নির্বাহী কমিটিতে সাবেক সাউথ মেলবোর্ন, ভিক্টোরিয়ান ও টেস্ট ক্রিকেটার লরি ন্যাশের সাথে কাজ করেন। ডিসেম্বর, ১৯৫৩ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ১৯৫৪-৫৫ মৌসুমে অনুষ্ঠিত [[দি অ্যাশেজ|অ্যাশেজ সিরিজ]] চলাকালীন দ্য ডেইলি টেলিগ্রাফে লেখেন। ১৯৪২ সালে জিলংয়ের হিসাবরক্ষক টেসি ডেভিসের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির দুই কন্যা ছিল।
 
== তথ্যসূত্র ==
৮২ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
{{প্রবেশদ্বার|ক্রিকেট}}
* [http://www.cricketcountry.com/articles/ashes-1946-47-lindsay-hassett-recalls-his-hundred-in-the-brisbane-test-with-his-incredible-sense-of-humour-71300 Ashes 1946–47: Lindsay Hassett recalls his hundred in the Brisbane Test with his incredible sense of humour at CricketCountry]; accessed 25 March 2014.
*{{cite book|first=Donald|last=Bradman|authorlink=Donald Bradman|year=1950|title=Farewell to Cricket|location=London, UK|publisher=[[Hodder & Stoughton]]|isbn=1-875892-01-X }}
১০৪ ⟶ ১০৫ নং লাইন:
{{s-start}}
{{succession box |
before=[[Donald Bradman|ডোনাল্ড ব্রাডম্যানব্র্যাডম্যান]] |
title=[[Australianঅস্ট্রেলিয়া nationalজাতীয় cricketক্রিকেট captains#Testদলের matchঅধিনায়কদের তালিকা#টেস্ট captainsঅধিনায়ক|অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক]] |
years=১৯৪৯/৫০-১৯৫১/৫২ |
after=[[Arthur Morris|আর্থার মরিস]] |
১১১ ⟶ ১১২ নং লাইন:
{{succession box |
before=[[আর্থার মরিস]] |
title=[[Australianঅস্ট্রেলিয়া nationalজাতীয় cricketক্রিকেট captains#Testদলের matchঅধিনায়কদের তালিকা#টেস্ট captainsঅধিনায়ক|অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক]] |
years=১৯৫১/৫২-১৯৫৩ |
after=[[Ian Johnson (cricketer)|ইয়ান জনসন]] |
১১৭ ⟶ ১১৮ নং লাইন:
{{s-end}}
 
{{অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক}}
{{Australian Test cricket captains}}
{{অপরাজেয় দল (সম্পাদনা)
{{The Invincibles squad}}
 
[[বিষয়শ্রেণী:অস্ট্রেলীয় ক্রিকেটার]]