বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Raafiabeer (আলোচনা | অবদান)
→‎যাত্রী সেবা: বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
টাইপো ঠিক করা হল​।
৩৬ নং লাইন:
| website = {{nowrap|{{URL|www.biman-airlines.com}}}}
}}
'''বিমান বাংলাদেশ এয়ারলাইন্স''' হল [[বাংলাদেশ|বাংলাদেশের]] একমাত্র সরকারী এয়ারলাইনস ।এয়ারলাইন্স। বাংলাদেশি পতাকাবাহী এই বিমানটি প্রধানত [[শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর]], [[ঢাকা]] থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও, [[শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর]], [[চট্টগ্রাম]] এবং [[ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর]],[[সিলেট]] থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়। আন্তর্জাতিক রুটে যাত্রী এবং মালামাল পরিবহনের পাশপাশি আভ্যন্তরিন সেবাও প্রদান করে থাকে। বিশ্বের প্রায় ৪২ টি দেশের সাথে এর আকাশ সেবার চুক্তি থাকলেও মাত্র ১৬টি দেশে এর কার্যক্রম পরিচালনা করে।
 
২০০৭ সালের ২৩ জুলাই [[বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার|তত্বাবধায়ক সরকারের]] আমলে এটি বাংলাদেশের সর্ব বৃহৎ পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়।<ref>[http://bdnews24.com/bangladesh/2007/07/23/biman-goes-plc "Biman goes PLC"], bdnews24.com, 23 July 2007</ref> এর প্রধার কার্যালয়ের নাম “বলাকা ভবন” যা ঢাকার কুর্মিটোলায় অবস্থিত। বিমান বাংলাদেশের যাত্রী সেবার একটা বিশাল অংশ হল হাজ্জযাত্রী আর বিদেশগামি যাত্রী। বর্তমানে কিছু ব্যাক্তি মালিকানাধিন বেসরকারি বিমান প্রতিষ্ঠান চালু হওয়াতে প্রতিযোগিতা বেড়ে গেছে। এই বেসরকারি প্রতিষ্ঠান গুলো উন্নত এবং বিশ্বস্ত সেবা দিয়ে ৮% হারে ক্রমবর্ধমান বাংলাদেশি বাজার সুবিধা গ্রহন করতে আগ্রহী। বাজারের এই উন্নতির জন্য কৃতিত্ব দিতে হয় প্রবাসী বাঙ্গালি ও পর্যটকদের।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসএয়ারলাইন্স ১৯৭২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশে একক আধিপত্য বজায় রাখে।<ref>{{cite encyclopedia |title=Airports |encyclopedia=[[Banglapedia]] |publisher=Asiatic Society of Bangladesh |url=http://www.banglapedia.org/httpdocs/HT/A_0134.HTM |accessdate=30 May 2007}}</ref> ১৯৯৬ সালের পূর্ব পর্যন্ত এর ব্যাপ্তি ঘটতে থাকে। কিন্তু দূর্নিতী আর অসাধু ব্যাবস্থাপনার জন্য ১৯৯৬ এর পর লোকসান হতে থাকে। বাংলাদেশ বিমান সর্বোচ্চ ২৯ টি গন্তব্যে এর কার্যক্রম পরিচালনা করে। যার মধ্যে রয়েছে ঢাকা টু [[নিউ ইয়র্ক]] এবং ঢাকা টু টোকিয়ো ফ্লাইট। ২০০৭-এ [[পাবলিক লিমিটেড কোম্পানি|পাবলিক লিমিটেড কোম্পানিতে]] রুপান্তরিত হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমিয়ে আনা হয়। বাংলাদেশ বিমান, বোয়িং এর সাথে ১০ টি বিমান ক্রয়ের জন্য চুক্তি করেছে।
 
বিমান বাংলাদেশ ইউরোপিয়ান সেফটি এজেন্সি দ্বারা স্বীকৃত, এছাড়াও আইএটিএ (IATA) এর নিরাপত্তা জনিত অডিট পাশ করে।<ref>"[http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=243084 Bangladesh off the unsafe list]", ''The Daily Star'', 22 July 2012</ref><ref>"[http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=227362 Biman gets int'l registration renewed]", ''The Daily Star'', 23 March 2012</ref><ref>"[http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=OJ:L:2012:333:0007:0033:EN:PDF Official Journal of the European Union]", ''European Aviation Safety Agency'', 4 December 2012</ref> যার কারনে বিমান বাংলাদেশ সহজে পুরাতন গন্তব্য গুলোতে তার ফ্লাইট পরিচালনা করতে পারে।