ক্রিস্টোফার কলম্বাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তিনি ছিলেন স্পেনের রাজা কর্তৃক নিযুক্ত ভাইসরয়।
সম্পাদনা সারাংশ নেই
১৭ নং লাইন:
ক্রিস্টোফার কলম্বাসের [[বাংলা ভাষা|বাংলা]] নাম আসে [[ইংরেজি ভাষা|ইংরেজি]] Christopher Colombus ''ক্রিস্টফার্‌ কলাম্বাস্‌'' হতে, যা মূলতঃ [[লাতিন ভাষা|লাতিন]] Christophorus Columbus ''ক্রিস্তোফোরুস্‌ কোলুম্বুস্‌'' হতে এসেছে। [[ইতালি|ইতালির]] [[জেনোয়া]] শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে কলম্বাসের আসল নাম [[ইতালীয় ভাষা|ইতালীয় ভাষায়]] Cristoforo Colombo ''ক্রিস্তোফোরো কোলোম্বো'' ছিল, কিন্তু তিনি যখন তৎকালীন [[ক্যাস্টিল রাজ্য|ক্যাস্টিল রাজ্যের]] (বর্তমান [[স্পেন|স্পেনে]]) [[প্রথম রাণী ইসাবেল|রাণী ইসাবেলের]] দোহাইয়ে আমেরিকায় অভিযাত্রা করেন, তিনি তাঁর নামের [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] রূপ Cristóbal Colón ''ক্রিস্তোভ়াল্‌ কোলোন্‌'' দ্বারা পরিচিত ছিলেন।
 
ক্রিস্টোফার কলম্বাস (১৪৫১-১৫০৬) ইতালির বন্দর শহর [[জেনোয়া]] থেকে এসেছিলেন। তরুণ বয়সে তিনি সমুদ্রযাত্রা করেন। ১৪৭৭ সালের দিকে তিনি পর্তুগালের লিসবনে চলে যান। সেখান থেকে তিনি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরীয় বাণিজ্যিক বন্দরগুলোতে নৌ অভিযান পরিচালনা করেন। ১৪৮৩ সালে পর্তুগালের রাজা জন দ্বিতীয়র কাছে কলম্বাস তাঁর পরিকল্পনা জমা দেন। তাতে ছিল আটলান্টিক হয়ে পশ্চিমের দিকে ইন্ডিজে (এশিয়া) যাওয়ার পরিকল্পনা। রাজা যখন তাঁর পরিকল্পনায় রাজি হলেন না, তখন তিনি তা স্পেনের রাজা ও রানির কাছে পেশ করেন। স্পেনের রাজদরবার তার অভিযান অনুমোদন করেন এবং তাকে ইউন্ডিজ দ্বীপপুঞ্জেনদ্বীপপুঞ্জের ভাইসরয় হিসাবে নিযোগ দেন।
 
==তথ্যসূত্র==