উদয় শঙ্কর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
Prabaha Mitra (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
[[চিত্র:Uday Shankar, 1930s.jpg|thumb|right|১৯৩০-এ উদয় শংকর]]
'''উদয় শংকরশঙ্কর''' (জন্ম [[১৯০০]] মৃত্যু [[১৯৭৭]]) । পৃথিবী বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী। তাঁর বাবা পন্ডিত শ্যাম শংকরশঙ্কর ছিলেন [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[যশোর]] জেলার অধিবাসী। পন্ডিত শ্যাম শংকর যখন ঝালাওয়ারের মহারাজার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছিলেন তখন উদয়পুরে উদয় শংকরের জন্ম হয়। পন্ডিত শ্যাম শংকর ছিলেন শিল্পবোদ্ধা প্রাজ্ঞজন। তাঁর কাছে নৃত্যকলা ছিল একাধারে শিল্প এবং পুজা ও উপাসনা। উদয় সহজাতভাবে চিত্রকলা ও নৃত্যকলার প্রতি অতন্ত্য অনুরক্ত ছিলেন। [[১৯১৮]] সালে উদয়কে মুম্বাইয়ের জে জে স্কুল অব আর্টস এবং পরে গান্ধর্ব মহাবিদ্যালয়ে প্রশিক্ষণের জন্য পাঠনো হয়। এর পর তিনি উচ্চতর প্রশিক্ষণের জন্য লন্ডনের রয়েল কলেজ অব আর্টস্ এ যান। এখানে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের চিত্রকলা ও নৃত্যকলার বিষয়ে তাত্ত্বিক ও ব্যাবহারিক জ্ঞান অর্জন করেন। রয়েল কলেজ অব আর্টস্ এর বৃত্তি নিয়ে উদয় চিত্রকলা বিষয়ে উচ্চতর অধ্যয়নের জন্য রোমে যান।ওনার বউ অমলা শংকর ওনার সাথে "ক্ল্পনা" নামের সিনেমা টি করেন। আনন্দ শংকর ও মমতা শংকর ওনার ছেলে এবং মেয়ে দুজনেই খুব ভাল নৃত্যশিল্পী।
 
[[বিষয়শ্রেণী:ভারতীয় নৃত্যশিল্পী]]