ভারতের স্বাধীনতা আন্দোলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৭ নং লাইন:
== ভারতীয় জাতীয়তাবাদের প্রকাশ ==
=== বঙ্গভঙ্গ(১৯০৫) ===
১৮৯২ খ্রিস্টাব্দ থেকেই হিন্দু পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু হয়।এসময় মহাত্মা গান্ধির ডাক আহুত লবণ মার্চ,রাওলাট,ভার্ণাকুলার এ্যাক্ট,পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলে জনমত সৃষ্টি প্রভৃতি কারণে ভারতবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তোলে।১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হলে এ আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয়।১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা দেওয়া হয় এবং ১৫ অক্টোবর থেকে কার্যকর করা হয়।ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,দার্জলিং,পার্বত্য ত্রিপুরা ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হয়। নতুন প্রদেশের রাজধানী করা হয় ঢাকা।পশ্চিম বাংলা,বিহার,উড়িষ্যাকে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ গঠিত হয়।পশ্চিমবঙ্গের রাজধানী করা হয় কলকাতা।
নতুন প্রদেশের দায়িত্ব দেয়া হয় স্যার বামফিল্ড ফুলারকে আর পশ্চিমবঙ্গের দায়িত্ব দেয়া হয় এণ্ড্রু ফ্রেজারকে।
 
== প্রথম বিশ্বযুদ্ধ ==