বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Fixed
Sobjantarchala (আলোচনা | অবদান)
উদীচীর রাজনৈতিক দর্শন
৭ নং লাইন:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ১৪/২ তোপখানা সড়ক (দোতলায়) অবস্থিত।
এছাড়াও উদীচীর ৬টি শাখা রয়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রলিয়া ও কানাডায,স্পেন ও নরওয়েতে। কেন্দ্রীয় নাট্য বিভাগ এ পর্য্যন্ত ২৬টি নাটক মঞ্চস্থ করেছে। এর মধ্যে মঞ্চনাটক ৯টি এবং পথনাটক ১৭টি। মোট মঞ্চায়ন সংখ্যা ১৫০৮।
 
== রাজনৈতিক দর্শন == উদীচী বাংলাদেশ কম্যুনিস্ট পার্টির একটি অঙ্গ সংগঠন ।। রাজনৈতিক মতাদর্শের কারনে বাংলাদেশের আপামর জনগণের কাছে উদীচী গ্রহণ যোগ্যতা পাইনি ।। উদীচীর বেশির ভাগ নাটকে কমুনিজমের উপর আলোকপাত করার কারনে এদের নাটক সাধারণ মানুষ গ্রহণ করে নি ।। উদীচী সামাজিক আন্দলোনের নামে সমাজে ব্যাভিচার অন্যায় ছারিয়ে দিচ্ছে । বাংলাদেশে উদীচী কে নিষিদ্ধের দাবি ওঠেছে বেশ কয়েক বার ।।
 
 
 
== কার্যক্রম ==
উদীচী প্রযোজিত মঞ্চনাটক সমূহের মধ্যে নরক গুলজার, মিছিল, ধলা গেরামের নাম, অভিশপ্ত নগরী, চিরকুমার সভা, বিবাহ উৎসব,বৌ বসন্তি, শুভ্র তিমির ও চিলেকোঠার সেপাই প্রধান। পথনাটকগুলির মধ্যে রয়েছে আরো মানুষ চাই, দিন বদলের পালা, রাজা রাজা খেল, মাদারীর খেল, তেভাগার পালা, রাজাকারের প্যাঁচালী, স্বাধীনতার সংগ্রাম, ইতিহাস কথা কও ইত্যাদি। এর মধ্যে ইতিহাস কথা কও নাটকটির ১০৫০টি প্রদর্শনী সমাপ্ত হয়েছে।
 
 
 
কেন্দ্রীয় নাটক বিভাগের চলতি প্রযোজনা