মিউনিখ বিমান দুর্ঘটনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
২১ নং লাইন:
 
== দুর্ঘটনার পর ম্যানচেস্টার ইউনাইটেড ==
দুর্ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাতজন খেলোয়াড় ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন এবং দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত [[ডানকান এডওয়ার্ডস]] [[ফেব্রুয়ারি ২১|২১শে ফেব্রিয়ারিফেব্রুয়ারি]] মারা যায়। অন্য দুজন খেলোয়াড়কে দুর্ঘটনার জেরে অবসর নিতে হয়। [[ম্যাট বাজবি]] গুরুতর আহত হন এবং তাকে বেশ কিছুকাল হাসপাতালে থাকতে হয়। এসময় জোর অনুমান চলছিল যে ক্লাবটিকে বন্ধ করে দেয়া হবে, কিন্তু ইউনাইটেডের কোচ [[জেমস মারফি]] ম্যানেজারের দায়িত্ব নেন এবং জীর্ণ ম্যানচেস্টার ইউনাইটেড কোনমতে ১৯৫৭-৫৮ মৌসুমে লীগ শেষ করে।<ref>ওয়েলস জাতীয় দলের ম্যানেজার হিসেবে এওয়ে ম্যাচ খেলার জন্য মারফি সেসময় আর বেলগ্রেড যাননি</ref> এ দলটি ছিল প্রধানত বিকল্প ও যুব দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত। দুর্ঘটনার ঠিক পরের লীগ খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড [[শেফিল্ড ওয়েডনেজডে ফুটবল ক্লাব|শেফিল্ড ওয়েডনেজডেকে]] ৩–০ গোলে পরাস্ত করে। এই খেলার পরের অনুষ্ঠানে কোন ইউনাইটেড খেলোয়াড় অংশ নেয় নি, যেখানে সকলের থাকার কথা ছিল।
 
যদিও দলের লীগ ফলাফল ভাল ছিলনা তবে এই দল নিয়েই তারা [[এফ.এ. কাপ|এফএ কাপের]] ফাইনালে পৌছায় যাতে তারা ২–০ গোলে বোল্টন ওয়ান্ডারার্স দলের কাছে পরাস্ত হয়। পরের মৌসুমে বাজবি দলের ম্যানেজার হিসেবে প্রত্যাবর্তন করেন এবং শেষপর্যন্ত দ্বিতীয় প্রজন্মের ''বাজবি বেইবস'' গঠনে সমর্থ হন। এ সময় দলে আসেন [[জর্জ বেস্ট]] ও [[ডেনিস ল]] এর মত খেলোয়াড়েরা যারা দুর্ঘটনার এক দশক পর [[১৯৬৮]] সালে [[এসএল বেনফিকা|বেনফিকাকে]] হারিয়ে প্রথম [[ইউরোপীয়ান কাপ]] শিরোপা জয়লাভ করেন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া [[ববি চার্লটন]] ও [[বিল ফোকস]] ও সেই দলের সদস্য ছিলেন।